ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেলায় শান্তা মারিয়ার ভ্রমণগদ্য ‘চকবাজার টু চায়না’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় শান্তা মারিয়ার ভ্রমণগদ্য ‘চকবাজার টু চায়না’

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শান্তা মারিয়ার ভ্রমণগদ্য ‘চকবাজার টু চায়না’।

বইটি প্রকাশ করেছে বিপিএল। বইটির প্রচ্ছদ করেছেন কিবরিয়া শাহীন। ১৮০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৩৯০ টাকা।

‘চকবাজার টু চায়না’ চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে। এটি রাইজিংবিডিতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। চীনের আর্থ-সামাজিক অবস্থার কথা তুলে আনতে গিয়ে লেখক বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক মেলবন্ধনের কথা বলেছেন এই বইয়ে। বইটি সম্পর্কে শান্তা মারিয়া বলেন, বইটি শুধু ভ্রমণকাহিনী নয়, এটি বাংলাদেশ ও চীনের সংস্কৃতির এক মেলবন্ধনও। আমি চীনা রেডিওতে কাজ করতে গিয়ে চীনের বিভিন্ন শহরে গিয়েছি। সেখানে আমি সামাজিক যে টানাপড়েন দেখেছি, তা তুলে ধরেছি বইয়ে।

তিনি বলেন, পুরান ঢাকার চকবাজারে কেটেছে আমার ছোটবেলা। সেই চক থেকে চীনের রেডিওতে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, তা ভেবেই বইটির নাম রেখেছি ‘চকবাজার টু চায়না’।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়