ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রাম আইনজীবীদের নির্বাচনে আ.লীগ-বিএনপির সম্মিলিত বিজয়

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম আইনজীবীদের নির্বাচনে আ.লীগ-বিএনপির সম্মিলিত বিজয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতরা যৌথ বিজয় লাভ করেছেন।

সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থী এ এস এম বদরুল আনোয়ার। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আইয়ুব খান।

রোববার দিনভর নির্বাচন অনুষ্ঠান শেষে গভীর রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল হক চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থী এ এস এম বদরুল আনোয়ার ১ হাজার ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী সৈয়দ মোক্তার আহমেদ পেয়েছেন ৮০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আইয়ুব খান ১ হাজার ৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী সংসদের প্রার্থী তৌহিদুল মুনীর চৌধুরী টিপু পেয়েছেন ৮৩৮ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে মো. ইসহাক ১ হাজার ৪৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ ফারুকী, অর্থ সম্পাদক পদে রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে ভাস্কর রায় চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জেবুন নাহার লিনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ হাসান মুরাদ, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী ইয়াসিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, পাইরিন আক্তার, মো. আরিফুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন সম্রাট, মোহাম্মদ আফজাল হোসেন, মো. শাহেদ-উল-আলম সাইমন, মো. নাসির উদ্দিন রুবেল, আবদুল জব্বার, মো. রিয়াদ উদ্দিন।

কার্যনির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের পাঁচজন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়