ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এক দশকে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এক দশকে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ‘এক দশকে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, প্রো-উপাচার্য ড. মশিউর রহমান, আরবি ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আহসানউল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, নায়েম, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা সবার মতামত নিয়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করতে পেরেছি। শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমাদের ছেলে-মেয়েরা যাতে বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠতে পারে সেজন্য কাজ করেছি। বইটিতে গবেষণার ওপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে। গুণগত মানের শিক্ষার বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আমাদের সবার মিলিত প্রচেষ্টায় কিভাবে এগিয়ে গিয়েছি সেটি বইয়ে তুলে ধরা হয়েছে। দশ বছরে কোথায় এগিয়ে গেলাম সেটি এখানে তুলে আনার চেষ্টা করেছি।

বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। বইটি চারুলিপি প্রকাশনের ৪৯৭-৫০০ স্টলে পাওয়া যাবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়