ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানের সঙ্গে কোনো ক্রীড়া সম্পর্ক নয় : শুক্লা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের সঙ্গে কোনো ক্রীড়া সম্পর্ক নয় : শুক্লা

ক্রীড়া ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ফুসছে গোটা ভারত। এমন সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন পাকিস্তান যতক্ষণ না তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করবে ততোদিন তাদের সঙ্গে কোনো প্রকার ক্রীড়া সম্পর্ক থাকবে না আমাদের। এমনকী দ্বিপাক্ষিক কোনো ক্রিকেট সিরিজও নয়।

শুক্লা বলেন, ‘আমি সব সময় বলে এসেছি খেলাধুলা রাজনীতির উর্ধ্বে। তবে এখন বিষয়টি খেলাধুলার সম্পর্কেও নষ্ট করছে। পাকিস্তান যতক্ষণ না তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করবে ততোদিন তাদের সঙ্গে কোনো প্রকার ক্রীড়া সম্পর্ক থাকবে না ভারতের।’

সামনে বিশ্বকাপ। যেখানে লিগ পর্বে পাকিস্তানের মুখোমুখি হতে হবে ভারতকে। এক্ষেত্রে ভারত কী করবে? ভারত কী তাহলে বিশ্বকাপ বয়কট করবে? এমন প্রশ্নের জবাবে শুক্লা বলেন, ‘বিশ্বকাপে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব কিনা সে বিষয়ে এখনোই কিছু বলতে পারছি না। তাছাড়া বিশ্বকাপের এখনো অনেক দিন বাকি। তবে আমাদের নীতি ও অবস্থান পরিস্কার। পাকিস্তান তাদের রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো ক্রীড়া সম্পর্ক থাকবে না। বিশ্বকাপে তাদের বিপক্ষে আমরা খেলব কী খেলব না সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে।’

অবশ্য ভারতের অনেক ক্রিকেট ভক্ত বিশ্বকাপ বয়কট করার দাবি তুলেছে। এ বিষয়ে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি সুরেশ বাফনা বলেন, ‘আমাদের সেনাবাহিনীর সদস্যদের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানাচ্ছি। যদিও ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া একটি ক্রীড়া সংগঠন তাপরও আমি বলব যে ‘দেশ ও জাতি’ সবার আগে। এমনকী খেলাধুলারও আগে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন বক্তব্যের নিচে অনেকেই বিশ্বকাপ বয়কট করার পরামর্শ দিয়েছেন।

অবশ্য ভারত ২০১৩ সালের পর ঘরের মাঠে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এবং ২০১৮ এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল তারা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ১৬ জুন ম্যানচেস্টারে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়