ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় সাইফুল ইসলাম জুয়েলের দুই উপন্যাস

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় সাইফুল ইসলাম জুয়েলের দুই উপন্যাস

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯)  প্রকাশিত হয়েছে সাইফুল ইসলাম জুয়েলের রোমান্টিক উপন্যাস ‘পাতাঝরা মন’ ও কিশোর গোয়েন্দা উপন্যাস ‘গীতাঞ্জলি চুরির রহস্য’।

পাতাঝরা মন এক নিরেট ভালোবাসার কাহিনি। আশ্চর্য রহস্যপ্রিয়তায় রোমান্সের সাথে রোমাঞ্চের মিশেলে উপন্যাসটি হয়ে ওঠেছে আরে বেশি জীবন্ত। তবে শুধু প্রেম কাহিনিই নয়, এতে পাঠক সামাজিক বাস্তবতামূলক অনেককিছুই খুঁজে পাবেন।

রোমান্টিকধর্মী এই উপন্যাসটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। ১১২ পৃষ্ঠার বইটির দাম ২০০ টাকা।

লেখকের অন্য উপন্যাসটি মূলত শিশু-কিশোরদের উপযোগী। পাণ্ডলিপির জন্য এটি গত বছর ‘বাবুই শিশুসাহিত্য পাণ্ডলিপি পুরস্কার-২০১৮’ লাভ করে।

বইটির সম্পর্কে লেখক বলেন, রহস্য গল্পের প্রতি আমার মোহ সেই শৈশব থেকেই। কিশোর অ্যাডভেঞ্চার গল্প আমাকে দারুণভাবে টানে। তাই এ সময়ের শিশু-কিশোরদের জন্য ভালো কিছু লেখার প্রেরণা সবসময়ই মনের ভেতরে থাকে। আশা করছি খুদে পাঠকেরা এটিকে নিজে থেকেই খুঁজে নেবে!

‘গীতাঞ্জলি চুরির রহস্য’ উপন্যাসটির প্রচ্ছদ করেছেন  আলমগীর জুয়েল। ৫৬ পৃষ্ঠার বইটির দাম ১২০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়