ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোবাইল অ্যাপসেই মিলবে ব্যাংক ঋণ

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইল অ্যাপসেই মিলবে ব্যাংক ঋণ

অর্থনৈতিক প্রতিবেদক : এখন থেকে মোবাইলের অ্যাপসের মাধ্যমেই ব্যাংক ঋণ পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে।

 

গ্রাহকদের আর ঋণের জন্য ব্যাংকে আসতে হবে না। ফলে বাড়তি ভোগান্তি থাকবে না। সময়ও অপচয় হবে না। মোবাইলের মাধ্যমেই মিলবে কাঙ্খিত ব্যাংক ঋণ।

 

মঙ্গলবার উড়ি ব্যাংক, বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ি ব্যাংক, বাংলাদেশ সম্প্রতি গ্রাহকদের আরো উন্নত আর্থিক সেবা দিতে ‘WiBee Financial Advisor’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করেছে। নতুন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকেরা ঋণ, আমানত, বৈদেশিক লেনদেন, কিস্তি আমানত ও ট্রেড ফাইন্যান্সের জন্য আবেদন করতে পারবেন।

 

গ্রাহকেরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ‘WiBee Financial Advisor’ অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবার জন্য অনুরোধ করতে পারবেন। ব্যাংক অনুরোধ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

উড়ি ব্যাংক, প্রথম কোরিয়ান ব্যাংক যেটি ১১৭ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং ঐতিহ্য বজায় রেখে বিশ্বের ২৪টি দেশে শতাধিক শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/আশরাফ/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়