ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নীল জেলি ফিশে ছেয়ে গেছে সৈকত

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নীল জেলি ফিশে ছেয়ে গেছে সৈকত

আহমেদ শরীফ : কয়েক হাজার নীল জেলিফিশ পুরো সমুদ্রসৈকত যদি দখল করে, তাহলে কেমন লাগবে দেখতে? অদ্ভুত এই ঘটনা দেখা গেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ডিসেপশন বে সৈকতে।

ছবিতে দেখুন অগণিত নীল জেলি ফিশ কীভাবে সাগরতটের বালুতে ছেয়ে গেছে। এটি একটি প্রাকৃতিক বিস্ময়। সব সময় এমন দৃশ্য দেখা যায় না।



অস্ট্রেলিয়ান মেরিন বায়োলজিস্ট ড. লিসা অ্যান গেরসউইন বলেছেন- ‘জেলি ফিশের এই অদ্ভুত বিচরণ তাদের জীবনচক্রেরই একটি অংশ। বাতাস ঠিকমতো বইলে ও সাগরের ঢেউ অনুকূলে থাকলে এভাবে জেলি ফিশগুলো ঝাঁকে ঝাঁকে চলে আসে সমুদ্রতটে।’ এভাবে জেলি ফিশের সমুদ্রসৈকতে চলে আসাকে ব্লুম বলেন প্রকৃতিবিদরা।

জেলি ফিশরা এভাবে প্রায় এক সপ্তাহ বেঁচে থাকতে পারে সৈকতে। পরে ভাটার টানে আবারও এরা চলে যায় সাগরে। ড. গেরসউইন আরো বলেছেন, ‘সি বিচে সামুদ্রিক প্রাণী চলে আসার অনেক ঘটনা দেখেছি। তবে সত্যি কথা হলো এ ধরনের ঘটনা আমি আগে কোথাও দেখিনি। এটা সত্যি খুব বিস্ময়কর।’ এ ধরনের নীল ব্লাবার জেলি ফিশ আকৃতিতে ৩৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর এগুলোকে সাধারণত দেখা যায় দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের সাগরে।



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/আহমেদ শরীফ/সাইফ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়