ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাথরের ভেতর আট দিন! (ভিডিও)

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাথরের ভেতর আট দিন! (ভিডিও)

আহমেদ শরীফ : ফ্রান্সের আব্রাহাম পয়েনশিভাল একজন দুঃসাহসী পারফরম্যান্স আর্টিস্ট। তবে তার নতুন কাজটি মনে হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে কঠিন পারফরম্যান্স।

একটি বিশাল পাথরকে দুটি খণ্ডে ভাগ করে তার মধ্যে মানুষের আকৃতির গর্ত করে সেই পাথরের ভেতর টানা আট দিন থাকার কাজ শুরু করেছেন তিনি। অদ্ভুত এই উদ্যোগের মাধ্যমে একা থাকার ভিন্ন এক অভিজ্ঞতা পেতে চান পয়েনশিভাল। ৪৫ বছর বয়সি এই পারফরম্যান্স আর্টিস্টকে গত ২২ তারিখে পাথর খণ্ড দুটোর মাঝে আটকে দেওয়া হয়েছে।


প্যারিসের প্যালাইস ডি টোকিও গ্যালারিতে প্রাচীনকালের পাথরের শবাধারের মতোই গড়ে তোলা ওই পাথর খণ্ড দুটোর মাঝে তিনি ১ মার্চ পর্যন্ত আটকে থাকবেন! অবশ্য বিশাল দুটো পাথরের মাঝে বসে থাকার মতো জায়গা আছে। আর শরীর সুস্থ রাখার জন্য পর্যাপ্ত খাবার ও পানি আছে। তার এই আটকে থাকা অবস্থায় তিনি যেন শ্বাস প্রশ্বাস নিতে পারেন, সেজন্য ছোট একটি নল থাকছে, যা দিয়ে বাতাস ঢুকতে পারে।

পয়েনশিভাল জানিয়েছেন, কঠিন এই কাজ করতে নিজেকে দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করেছেন তিনি। তবে পরিস্থিতি যেন আকস্মিকভাবে খারাপ হয়ে না যায়, তাই প্রতিনিয়ত একজন ডাক্তার তাকে পর্যবেক্ষণ করছেন বিশেষভাবে।


ভেতরে থাকা অবস্থায় পয়েনশিভাল অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে পাথরটি দুভাগে বিভক্ত হয়ে যাবে। পাথরের ভেতরে থাকছে কয়েকটি ক্যামেরা। ভেতরে কী অবস্থায় আছেন ওই লোক, তা সব সময় বাইরে থেকে গ্যালারির স্ক্রিনে দেখা যাচ্ছে।

এদিকে আটকে থাকা অবস্থায় প্রস্রাব-পায়খানা কীভাবে করবেন তিনি, সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সেক্ষেত্রে পানির খালি বোতলে প্রসাব করবেন আর ছোট একটি কন্টেইনারে পায়খানা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে দুর্গন্ধ থেকে কীভাবে রেহাই পাবেন?


পয়েনশিভাল বলেছেন ‘পাথর কিছু গন্ধ শুষে নেবে। বাকিটা আশা করি আমি সহ্য করতে পারব।’

এর আগে একটি লাইব্রেরির ফ্লোরের নিচে ছোট এক গর্তে এক সপ্তাহ ধরে আটকে ছিলেন তিনি। বড় এক বোতলে বন্দি হয়ে একটি নদীও পাড়ি দিয়েছেন এই অদ্ভুত লোক।
 





রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/ইভা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়