ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার উপহার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার উপহার

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে: বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ উপলক্ষ্যে স্মারক মেডেল উপহার দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও পাবেন স্মারক মেডেল।

সোনালি রঙের স্মারক মেডেলটিতে লেখা হয়েছে, ‘Congratulation On The Century Test Match Played By Bangladesh.’ মেডেলগুলোতে ব্যবহার করা হয়েছে সবুজ রঙের রিবন ।

 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের জন্য তৈরি করা হয়েছে বিশেষ উপহার।  হাতির একটি মূর্তিকে রূপালি রঙের প্রলেপ দিয়ে সুন্দর করে সাজিয়ে কাঁচের বাক্সে ফ্রেম আকারে দেওয়া হয়েছে।

ম্যাচ শুরুর আগে টসের পর দুই দলের ক্রিকেটার, অফিসিয়াল ও বোর্ড সভাপতির হাতে এ পুরস্কার তুলে দিবেন থিলাঙ্গা সুমাথিপালা।

 


শততম টেস্ট উপলক্ষে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশেষ ব্লেজার উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নীল রঙের ব্লেজার শ্রীলঙ্কা থেকেই বানানো হয়েছে। সাকিব, তামিম, মুশফিকরা পছন্দ করেছেন ব্লেজারের কাপড়। ব্লেজারে লেখা হয়েছে,‘100th Test Bangladesh Cricket Board’। সাথে রয়েছে বিসিবির লোগো।

 

 

রাইজিংবিডি/ কলম্বো (শ্রীলঙ্কা)/১৫ মার্চ ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়