ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউরোপা লিগে ম্যানইউর প্রতিপক্ষ আন্ডারলেখট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপা লিগে ম্যানইউর প্রতিপক্ষ আন্ডারলেখট

ক্রীড়া ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটকে। বেলজিয়ামের এই ক্লাবটির বিপক্ষে গেল ছয়বারের মুখোমুখি লড়াইয়ে একবারও হারেনি রেড ডেভিলসরা। সেখানে রেকর্ড ১০-০ গোলের জয়েরও নজির রয়েছে। হোসে মরিনহোর শিষ্যরা সেই রেকর্ড ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

তবে বেলজিয়ান এই ক্লাবটির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। ক্লাবটি তাদের ঘরোয়া লিগের ৩৩টি শিরোপা জিতেছে। তবে বেলজিয়ামের সবচেয়ে সফল এই ক্লাবটি গেল বছর ঘরোয়া লিগে রানার্স-আপ হয়েছে। শুরু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও লিগের শেষ পর্যায়ে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া করে তারা।

এদিকে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো পেয়েছে আরেক বেলজিয়ান ক্লাব জেনকে। নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান বুন্দেসলিগার ক্লাব শালকে জিরোফোরকে। আর ফ্রান্সের ক্লাব লায়ন শেষ আটে তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তুরস্কের ক্লাব বেসিকতাসকে।

১৩ এপ্রিল উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে। পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের খেলা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৭/আমিনুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়