ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজে চিত্রকর্মের জাদুঘর

রাশিদা নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৬, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজে চিত্রকর্মের জাদুঘর

রাশিদা নূর: বিশ্বের বিভিন্ন দেশে চিত্রকর্ম সংরক্ষণের জন্য রয়েছে জাদুঘর। এসব জাদুঘরে বিখ্যাত চিত্রকর্ম যত্নের সাথে সংরক্ষণ করা হয়। দর্শনার্থীরা তাদের সুবিধামতো সময়ে গিয়ে এসব অসাধারণ চিত্রকর্ম পরিদর্শন করেন।

এসব জাদুঘরে সাধারণত সুন্দর ও বিখ্যাত চিত্রকর্মগুলোই সংরক্ষণ করা হয়। তাহলে অসুন্দর কিংবা বাজে চিত্রকর্মগুলোর পরিণতি কী হবে? এই ভাবনা থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক স্কট উইলসন গড়ে তুলেছেন অখ্যাত ও বাজে চিত্রকর্মের জাদুঘর। যেখানে বিশ্বের সবচেয়ে অখ্যাত ও অসুন্দর চিত্রকর্ম সংরক্ষণ করা হয়। আর এগুলো সংগ্রহের কাজ করেন তিনি নিজে।

বিশ্বের নানা অখ্যাত চিত্রকর্ম সংরক্ষণ করতে প্রায় দুই দশক আগে অর্থাৎ ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন এলাকার ব্রুকলিন শহরে একটি গ্যালারি নিয়ে যাত্রা শুরু করেন উইলসন। বর্তমানে এর রয়েছে তিনটি শাখা। বাকি দুটো শাখা ওই এলাকার সোমারভেলি ও সাউথ ওয়েমাউথ অঞ্চলে।

এসব জাদুঘরে ছয় শতাধিক অখ্যাত চিত্রকর্ম রয়েছে। যেখানে এক সঙ্গে প্রদর্শন করা যায় ৭০টি চিত্রকর্ম।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়