ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি : অন্য বছরের তুলনায় এবার ঈদে অনেকটাই স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট।

ঘাটে এসে এবার খুব বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। বেশ কয়েকদিন ছুটি আর ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার দুপুর ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ১২০টি যাত্রীবাহী বাস ও ৫০টির মতো ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঈদের ছুটি বেশি থাকায় যাত্রীরা সহজেই বাড়ি ফিরতে পারছেন। তা ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি সচল থাকায় যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রী পারাপারে ৩২টি লঞ্চ সচল রয়েছে।

তিনি আরো জানান, বিকেলে দিকে যানবাহনের চাপ একটু বাড়তে পারে। 




রাইজিংবিডি/মানিকগঞ্জ/২৪ জুন ২০১৭/আশরাফুল আলম লিটন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়