ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গিবসনকে সতর্ক করলেন ডু প্লেসি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গিবসনকে সতর্ক করলেন ডু প্লেসি

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন ইংল্যান্ডের বোলিং কোচ ওটিস গিবসন। রাসেল ডোমিঙ্গোর জায়গায় আসতে যাচ্ছেন গিবসন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রথম পছন্দ গিবসন। তার নাম সুপারিশ করেছে নির্বাচক প্যানেলও।  এক অর্থে গিবসন যে কোচ হতে যাচ্ছেন তা নিশ্চিত। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিও বুঝে গেছেন গিবসন হতে যাচ্ছেন তাদের নতুন কোচ। তাই দায়িত্ব নেওয়ার আগেই নতুন কোচকে সতর্ক করেছেন প্রোটিয়া অধিনায়ক। ইংল্যান্ড থেকে কেপটাউনে ফিরে গণমাধ্যমে কথা বলেছেন ডু প্লেসি। ব্যাকরুম স্টাফদের পরিবর্তন না করার পরামর্শ দিয়েছেন ডু প্লেসি।  তিনি বলেন,‘যতটুকু আমরা শুনেছি, কোচিং প্যানেলে পরিবর্তন আনা হচ্ছে । শুনেছি ওটিস গিবসনকে সুপারিশ করা হয়েছে। বোর্ড বাকিটা সিদ্ধান্ত নিবে।’

‘নতুন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই পরিবর্তন আনতে হবে।  কিন্তু ‘পাইকারি পরিবর্তনের’ প্রয়োজন নেই। ওটিস এখানে এসে দেখুক দলের কি প্রয়োজন আছে। যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে পরিবর্তন আনা হোক।’-যোগ করেন ডু প্লেসি।

সাপোর্টিং স্টাফদের নামও সুপারিশ করেছে ডু প্লেসি। ব্যাটিং কোচ হিসেবে নিল মেকেঞ্জি, বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্ট  এবং স্পিন কোচ হিসেবে ক্লাউড হেন্ডারসনকে চান ডু প্লেসি।  গিবসনকে নিয়ে অধিনায়ক বলেন,‘আমি ওটিস গিবসন সম্পর্কে বেশিকিছু জানি না। আমি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে তাকে নিয়ে কথা বলেছি কারণ ওখানে সে কোচের দায়িত্বে ছিল। ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, তার কাজের ধরন সম্পর্কে অবগত হয়েছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়