ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মরিনহোর জন্য ম্যানইউর নতুন প্রস্তুাব

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মরিনহোর জন্য ম্যানইউর নতুন প্রস্তুাব

ক্রীড়া ডেস্ক: ইউরোপের শীর্ষ প্রায় সবগুলো লিগেই শিরোপা জেতা কোচ হোসে মরিনহো। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে রয়েছেন তিনি। তার অধীনে গতবার ক্লাবটি বড় কোনো শিরোপা জিততে না পারলেও এবার মৌসুমের শুরুতেই দারুণ ফর্মে।

বিচক্ষণ কোচ মরিনহোর ওপর নজর রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইসহ ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। তবে অভিজ্ঞ ও সফল এ কোচকে ওল্ড ট্রাফোর্ডে ধরে রাখতে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই চুক্তি নবায়নে প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিন বছরের চুক্তির ১৮ মাস অতিবাহিত করেছেন মরিনহো। ২০২০ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানইউ।

ইউরোপে পোর্তো, বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও চেলসির মতো সেরা ক্লাবগুলোতে নিজের সেরাটা জানান দিয়ে লিগ শিরোপা জিতিয়েছেন মরিনহো। ক্লাব পর্যায়ের গন্ডি পেরিয়ে এবার নাকি আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর স্বপ্ন দেখছেন মরিনহো। তার এমন বক্তব্যে চুক্তি নবায়ন নিয়ে নড়েচড়ে বসেছে ম্যানইউ।

সম্প্রতি ফ্রেঞ্চ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মরিনহো বলেন, ‘আমি এখনও একটি দলের কোচ হিসেবে রয়েছি। তবে নতুন কিছু করার আকাঙ্খা রয়েছে। এটা নিশ্চিত যে আমি এখানকার হয়ে ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি না।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়