ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চার বছর পর রুপালি পর্দায় দেবাশীষের সিনেমা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১১, ৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 চার বছর পর রুপালি পর্দায় দেবাশীষের সিনেমা

বিনোদন প্রতিবেদক : একুশে টেলিভিশনের পথ চলার শুরুর দিকে সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে চ্যানেলটিতে সম্প্রচার শুরু হয় বিনোদনধর্মী স্ট্রিট শো পথের প্যাঁচালীর। সেই অনুষ্ঠানটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। পাশাপাশি উপস্থাপক দেবাশীষ বিশ্বাসও জনপ্রিয় হয়ে উঠেন।

২০০২ সালে ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। মুক্তির পর সিনেমাটির নামের পাশে জুড়ে যায় হিট তকমা। এরপর তাকে টিভি মিডিয়ায় অনেকবার দেখা গেছে। তবে আগের সেই স্বপ্রতিভ দেবাশীষকে কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার নির্মিত প্রথম সিনেমা মুক্তির দীর্ঘ আট বছর পর ‘শুভ বিবাহ’ সিনেমা নিয়ে হাজির হন তিনি। এ সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। 

এর পর দেবাশীষ নির্মাণ করেন চলচ্চিত্রের দুই নবাগত আরেফিন শুভ ও আইরিনকে নিয়ে ‘ভালোবাসা জিন্দাবাদ’ নামে সিনেমাটি। এটি ২০১৩ সালে সারাদেশে মুক্তি পায়। সেটিও দর্শক চাহিদা পূরণ করতে পেরেছে বলেই চলচ্চিত্র সংশ্লিষ্টদের অভিমত।

এর দীর্ঘ চার বছর পর এই নির্মাতা নির্মাণ করলেন ‘চল পালাই’ নামে সিনেমা। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আগামীকাল সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ, শিপন মিত্র ও চিত্রনায়িকা তমা মির্জা।

এ প্রসঙ্গে নির্মাতা দেবাশীষ বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘‘চার বছর পর নির্মাণ করেছি ‘চল পালাই’ নামে সিনেমা। এর প্রধান কারণ আমাদের সিনেমার অবস্থা ভালো ছিল না। তাই একটু সময় নিয়েছি। তবে এখন থেকে নিয়মিত সিনেমা নির্মাণ করব। এটা ছাড়াও আরো কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে। সেগুলোর কাজও শেষ করব।’’

সিনেমা প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘‘৮ ডিসেম্বর ‘চল পালাই’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। এ সিনেমায় দর্শক অ্যাকশন, রোমান্স, কমেডি দেখতে পাবেন। দর্শকদের বিনোদিত করার জন্য সব ব্যবস্থাই রেখেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমায় আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। লাইভ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের গানের কথা লিখেছেন- সুদীপ কুমার দীপ। সংগীতায়োজনে করেছেন ইমন সাহা। ‘চল পালাই’ সিনেমাটি সারাদেশে মোট ৬২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এ ছাড়াও দেবাশীষ বিশ্বাস ‘মন জ্বলে’সহ কয়েকটি সিনেমার কাজ হাতে নিয়েছেন। আগামী বছরের শুরুতে এ সিনেমার কাজ শুরু করবেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়