ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমি পুরোপুরি শ্রীকান্তের রাজলক্ষ্মী না : মৌসুমী হামিদ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৭, ২৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি পুরোপুরি শ্রীকান্তের রাজলক্ষ্মী না : মৌসুমী হামিদ

আমিনুল ইসলাম শান্ত : ওপার বাংলার হরিদাস ভট্টাচার্য ১৯৫৮ সালে নির্মাণ করেছিলেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাটি। এতে ‘শ্রীকান্ত’ উত্তম কুমারের ‘রাজলক্ষ্মী’ হয়েছিলেন সুচিত্রা সেন। চিত্রনায়ক বুলবুল আহমেদ ১৯৮৭ সালে নির্মাণ করেছিলেন ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এটিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। এতে ‘শ্রীকান্ত’ বুলবুল আহমেদের ‘রাজলক্ষ্মী’ হয়েছিলেন শাবানা।

প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে নির্মিত হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা। তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ পরিচালিত এ সিনেমায় ‘রাজলক্ষ্মী’ হয়ে পর্দায় আসছেন মৌসুমী হামিদ। এমনটাই জানা গেছে।

 


এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা হয় মৌসুমী হামিদের। সুচিত্রা-শাবানার মতো অভিনেত্রীরা ‘রাজলক্ষ্মী’ চরিত্রটিতে অভিনয় করছেন। এবার আপনিও এই চরিত্রটিতে অভিনয় করছেন। বিষয়টি কীভাবে মূল্যায়ন করবেন? জবাবে মৌসুমী হামিদ বলেন, ‘আমাকে পুরোপুরি শরৎচন্দ্রের রাজলক্ষ্মী হতে হচ্ছে না। এই সিনেমাটি যদি শুধু শরৎচন্দ্রের শ্রীকান্ত অবলম্বনে হতো তবে আমি একটা মূল্যায়ন করতে পারতাম। এতে রাজলক্ষ্মীর পুরোপুরি চরিত্র দেখানো হচ্ছে না। বলা যায়, ওই রাজলক্ষ্মীর অংশ বিশেষ নিয়ে গড়ে উঠেছে আমার এই রাজলক্ষ্মীর চরিত্রটি। যদি পুরোপুরি হতো তবে শ্রীকান্তের রাজলক্ষ্মীর হাঁটাচলা, কথাবলার ধরন, পোশাক, সে কীভাবে কষ্ট পেতো তা পুরোপুরি জানতে হতো। কিন্তু এই রাজলক্ষ্মীর চরিত্রটি একটু ভিন্নরকম। যে শরৎচন্দ্রের কাছে কৈফিয়ত চায়।’

গত ২৬ এপ্রিল প্রথম সিনেমাটির শুটিংয়ে অংশ নেন মৌসুমী হামিদ। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার প্রথম রাজলক্ষ্মী হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এদিন কম্বাইন্ড শুটিং ছিল। ফেরদৌস ভাইয়া, পপি আপুসহ অনেকেই ছিলেন। তার মধ্যে এমন একটি চরিত্র সব মিলিয়ে একটু নার্ভাস ছিলাম। তবে শুটিং খুবই ভালো হয়েছে।’ 

শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মী একজন বাইজি ছিলেন। বাইজি নাচে প্রধান ছিল হাতের ছন্দময় দোলা এবং মুখ, চোখ, নাক ও ঠোঁটের সূক্ষ্ম কম্পন। বাইজিদের পোশাক ছিল পেশওয়াজ, চুড়িদার পাজামা-ওড়না, পায়ে চিকন ঘুঙুর। সত্যেন সেন তার ‘খেমটাওয়ালিরা জাতে উঠত বাইজি হয়ে,’ বইটিতে বাইজিদের সাজপোশাকের বিষয়ে এমন বর্ণনাই দিয়েছেন। আপনাকে আমরা এমনরূপে পাব কিনা? জবাবে মৌসুমী হামিদ বলেন, ‘এ ধরনের কোনো দৃশ্যের শুটিং এখনো করিনি। আপনি দেবদাস সিনেমায় দেখবেন, নাচনেওয়ালী চন্দ্রমুখী যখন নাচ করে তখন একরকমের পোশাক পরিচ্ছদ পরে, মেক আপ নেয়। আবার যখন দেবদাসের সেবা করে তখন কিন্তু সে খুব সাধারণ মেয়ে। এই সিনেমাটিতে শ্রীকান্তের সঙ্গে রাজলক্ষ্মীর ইন্টাররিয়েকশন আছে। এটা ফ্ল্যাশব্যাকে হবে। এই অংশের শুটিংয়ের খুব ন্যাচারালভাবে করব। তখনকার ট্র্যাডিশনাল পোশাক ব্যবহার করব।’

সিনেমাটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ সিনেমাটির কনসেপ্ট খুবই ইউনিক। আপনি বুঝতেই পারবেন না একটি দৃশ্যের পরের দৃশ্য কি হতে যাচ্ছে। আবার পুরো গল্পটাই একটা ফ্যান্টাসি।’   

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন হাশিম আখতার মো. করিম দাদ। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও রচনা করেছেন আরিফুর জামান আরিফ। ইভেন্ট প্লাস প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন গাজী রাকায়েত, রাব্বি, আনিসুর রহমান মিলন, তমা মির্জা, তামান্না সম্পা, ফেরদৌস, পপি, রামেন্দু মজুমদারসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। গানগুলোর কথা লিখেছেন মো. রফিকুজ্জামান।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৮/শান্ত/মারুফ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়