ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লেনোভোর নতুন মডেলের ল্যাপটপ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেনোভোর নতুন মডেলের ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এল শক্তিশালী এএমডি রাইজেন৫ ২৫০০ইউ প্রসেসর সমৃদ্ধ আইডিয়াপ্যাড ৩৩০ ল্যাপটপ।

রাইজেন৫ ২৫০০ইউ প্রসেসরটি অষ্টম জেনারেশন কোর আই-৫ এর সমমানের এবং গ্রাফিক্স এর দিক থেকে আরো বেশি সমৃদ্ধ। এই প্রসেসরটি ২.০ গিগাহার্জ থেকে ৩.৬ গিগাহার্জ পর্যন্ত পারফরম্যান্স দিয়ে থাকে। এর ইন্টিগ্রেটেড ভেগা ৮ গ্রাফিক্স জিপিইউ ১০৮০পি রেজ্যুলুশনে ৩০ ফ্রেম পার সেকেন্ড এ পারফর্ম করে।

লেনোভোর নতুন মডেলের এই ল্যাপটপে আরো ডেডিকেটেড এএমডি রেডিয়ন ৫৪০ ২ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স। ১৫.৬ ইঞ্চি স্ক্রিনের ফুল এইচডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম, ১ টিবি হার্ড ডিস্ক, ডুয়াল ব্যান্ড এসি ওয়াই-ফাই।

জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত লেনোভো আইডিয়াপ্যাড ৩৩০ ল্যাপটপটি প্লাটিনাম গ্রে, মিডনাইট ব্লু এবং অনিক্স ব্ল্যাক- এই তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপটির মূল্য ৫৭ হাজার টাকা। আরো জানতে ভিজিট: https://globalbrand.com.bd।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়