ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

না.গঞ্জে ফলের আড়তে ফরমালিনবিরোধী অভিযান

রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৭ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না.গঞ্জে ফলের আড়তে ফরমালিনবিরোধী অভিযান

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় পাইকারি ফলের আড়তে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ৭০ শতাংশ আম ও আনারসেই পাওয়া গেছে মাত্রাতিরিক্ত ফরমালিন।

এ সময় ধ্বংস করা হয়েছে ৫ মণ আম এবং ১০ মণ আনারস। দুইটি আড়তকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিনের উপস্থিতিতে পরিচালিত হয় এ অভিযান। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা টিএম মাহমুদুল হোসেন, নগর ক্যাবের সাধারণ সম্পাদক কাজী দুলাল প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতে রানীগঞ্জ বাণিজ্যালয় ও বাবু বাণিজ্যালয়কে আম ও আনারসে ফরমালিন মেশানোর দায়ে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগরীর গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারির কারখানায় ৪০ হাজার টাকা ও শহরের ২নং রেলগেট এলাকায় আশির্বাদ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।  

রাইজিংবিডি/১৭ জুন ২০১৪/রাকিব/রিশিত            

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়