ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হামাসের ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৭ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামাসের ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় রোববার হামলা করে (ছবি : বিবিসি)

ডেস্ক রিপোর্ট : ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে হামাস। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার গাজায় হামলা করার কয়েক ঘণ্টা পর হামাস এ ঘোষণা দিল।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গাজা নিয়ন্ত্রণকারী হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশে সময় বিকেল ৫টা) থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হবে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ইতিমধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এদিকে ৮ জুলাই থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬০ ফিলিস্তিনি মারা গেছেন। হামাসের হামলায় ইসরায়েলের ৪৩ সেনা এবং দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলে থাইল্যান্ডের এক নাগরিকও নিহত হয়েছেন।

গাজা থেকে ইসরায়েলে হামাসের রকেট ছোড়া বন্ধ করতে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ১৮ জুলাই থেকে স্থল হামলা শুরু করে ইসরায়েল।

জাতিসংঘের অনুরোধে শনিবার ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি মেনে নেয় ইসরায়েল। কিন্তু হামাস সদস্যদের রকেট হামলা বন্ধ করতে যুদ্ধবিরতি ভঙ্গ করে রোববার আবারও হামলা শুরু করে ইসরায়েল।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়