কোথায় রোপণ করবেন কোন গাছ
ফেরদৌস জামান || রাইজিংবিডি.কম

ফেরদৌস জামান : একটি দেশের মোট ভূমির কমপক্ষে এক চতুর্থাংশ বনভূমি থাকা উচিত। সে হিসেবে আমাদের দেশে রয়েছে তার অনেক কম, যা পরিবেশ, প্রতিবেশের জন্য হুমকিস্বরূপ। তবে আশার বিষয় হলো, দিন দিন মানুষ বৃক্ষরোপণের ব্যাপারে সচেতন হয়ে উঠছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক জায়গায় সঠিক গাছ রোপণ না করার কারণে বৃক্ষরোপণের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। কোথায় কোন গাছের চারা রোপণ করা উচিত এ প্রসঙ্গে বিস্তারিত জানতে কথা হয় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গবেষক আকসার উদ্দিন খানের সঙ্গে। রাইজিংবিডি’র বৃক্ষপ্রেমী পাঠকদের জন্য সেই আলোচনার গুরুত্বপূর্ণ অংশটুকু তুলে ধরছি।
আকসার উদ্দিন খান প্রথমেই জানালেন, সঠিক জায়গায় সঠিক প্রজাতির চারা রোপণ বনায়নের অন্যতম পূর্বশর্ত। স্থান ও গাছের বৈশিষ্ট্য বিচারে বিভিন্ন রোপণ উপযোগী বনজ, ফলজ, ঔষধি ও অন্যান্য গাছ রয়েছে।
পাহাড়ি বনভূমিতে রোপণ উপযোগী গাছ : পাহাড়ের উপরিভাগে গর্জন, গামার, চম্পা, তেলসুর, উড়িআম, আমলকি, পাইন্যাগোলা/লুকলুকি, কনক, ধারমারা, শিলভাদি, গুটগুটিয়া, ঝাউ, অকাশমণি রোপণ করা যেতে পারে।
পাহাড়ের মধ্য ঢাল থেকে পাদদেশ পর্যন্ত রোপণের জন্য উপযুক্ত বৃক্ষ যথাক্রমে কালাকড়ই, চাপালিশ, মেহগুনি, শিলকড়ই, সেগুন, শিমুল, ছাতিয়ান, জারুল, তেতুঁল, ঢাকিজাম, পিতরাজ, কাইঞ্জলভাদি, তুন, বট, বকুল, লোহাকাঠ, বইলাম, টালি, বান্দরহোলা, তেজবহল, বাজনা, উদাল, চালমুগড়া, কন্যারী, পদুকা, চন্দুল, নারিকেলী, কামদেব, রক্তন, বনাক, হাড়গোজা, মুজ, রাতা, রাবার, কাঁঠাল, লেবু, বেল, পেয়ারা, গাব, কলজাম, হরিতকী, বহেরা, ওলটকম্বল, অর্জুন, বাঁশ ও বেত।
পাহাড়ি এলাকার নিচু ভূমিতে (যেখানে বছরের কোন না কোন সময় পানি থাকে) কদম, জারুল, পুতিজাম, ডেপামাজ, কালজাম, পিটালী, ডুমুর, শিমুল, চাকুয়াকড়ই, বান্দরহোলা, মান্দার, হিজল, বট, অশ্বথ, জিগা, কাঞ্চন ইত্যাদি রোপণ করলে ভালো ফল পাবেন।
বড় রাস্তার পাশে রোপণ উপযোগী গাছ : মহাসড়কের দু’পাশে রেইনট্রি, রাজকড়ই, শিলকড়ই, কালাকড়ই, শিশু, মেহগনি, অর্জুন, দেবদারু, ঝাউ, চিকরাশি, তেলসুর, বকুল, পলাশ, কৃষ্ণচুড়া, সোনালু, নিম, লোহাকাঠ, আকাশমণি, ইউক্যালিপটাস ইত্যাদি রোপণ করা যাবে।
সাধারণ সড়ক : শিশু, নিম, দেবদারু, চম্পা, ইপিল ইপিল, গ্লিরিসিডিয়া, তুন, জাম, জাম্বুরা, বাবলা, খয়ের, বকফুল, সিন্দুরী, অড়হর, বগামেডুলা, তাল, খেজুর, ইউক্যালিপটাস ইত্যাদি।
শহরের রাস্তা : দেবদারু, মেহগনি, নিম, চম্পা, নাগেশ্বর, কৃষ্ণচূড়া, পলাশ, সোনালু, বটলপাম, ঝাউ ইত্যাদি।
শহরের আইল্যান্ড : উইপিং দেবদারু, বটলপাম, বটলব্রাশ, এরিকাপাম, কামিনি, চেরী, জারুল, নাগেশ্বর, সিন্দুরী, জবা, গন্ধরাজ, বাগানবিলাস, মোসেন্ডা, থুজা, অশোক, রাধাচূড়া ইত্যাদি।
রেল লাইন : তাল, খেজুর, বাবলা, খয়ের, বকফুল, সিন্দুরী, বেলা, রাজকড়ই রেল লাইনের দুই পাশে রোপণ করা যাবে। পানি জমে এমন জায়গায় জারুল, হিজল, কদম, জাম, মান্দার ইত্যাদি রোপণ করা উচিত।
বাঁধের পাশে : খৈয়াবাবলা, বাবলা, পুনিয়াল, তাল, খেজুর, নারিকেল, ঝাউ, বাঁশ, জারুল, মান্দার, জাম, কদম ইত্যাদি।
রাইজিংবিডি.কম