ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতিবন্ধী শিশুর জীবন বদলে দিল কুকুর (ভিডিও)

রেহনুমা তারান্নুম খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিবন্ধী শিশুর জীবন বদলে দিল কুকুর (ভিডিও)

রেহনুমা তারান্নুম খান : জেমা কুক বছরখানেক আগে দুটি ডালমেশিয়ান কুকুর কিনে আনার সময় ভাবতে পারেননি, এগুলোই তার সন্তানের জীবন বদলে দেবে। ৮ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে কিয়েটন শব্দ করে পড়তে পারত না। এমনকি বইয়ের দিকে দৃষ্টি দিলেও তার মাথা ধরে যেত।

কিয়েটন প্রি-স্কুল লেভেলের শিক্ষার্থী। তাকে স্কুল কিংবা ঘরে পড়ানোটা প্রায়ই ছোটখাটো যুদ্ধে রূপ নেয়। তবে কিছুদিন আগে অদ্ভুত একটা ব্যাপার ঘটে যায়। সম্প্রতি ধারণ করা মনোমুগ্ধকর একটি ভিডিওতে দেখা যায়, ঘরে পোষা ছয় বছরের ডালমেশিয়ান কুকুর ডটি ও তিন বছরের কার্লাইলের পাশে শান্ত ভঙ্গিতে বসে শব্দ করে পড়ছে।

তার মা জেমা কুক গণমাধ্যমকে জানান, ‘কিয়েটনের খুব কষ্ট হতো। কারণ, সে পড়তে ও লিখতে পারত না। সে তার সমবয়সিদের চেয়ে পিছিয়ে পড়েছিল।’

ছেলেকে উৎসাহ দিতে জেমা কুকুর দুটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে স্কুলের একজন মনরোগ বিশেষজ্ঞও কুকুর পোষার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সে রকম সঙ্গী খুঁজে পাওয়া যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার ছিল।

জেমা বলেন, ‘আমি ভাবলাম যদি ঘরের কুকুর দুটিকে এ কাজে ব্যবহার করা যেত! তখন আমি এমন কিছু করলাম যাতে ও (কিয়েটন) ভাবে সে নিজেই কুকুরগুলোকে শান্ত হতে সাহায্য করছে। আমি তাকে বললাম, কুকুরেরা শিশুদের কণ্ঠে কিছু শুনতে ভালোবাসে। যখন সে পড়তে শুরু করল, তখন কুকুর দুটি ও তার পাশে গিয়ে বসল এবং মন দিয়ে তা শুনছিল। যখন পরিকল্পনা কাজে এল তখন খুব অবাক লাগছিল।’

তিনি আরো বলেন, ‘এ দৃশ্যটি আবেগপ্রবণ করে, প্রতিবার সে যখন পড়তে বসে তখন কুকুর দুটিও তার পাশে গিয়ে বসে। এতে সে নিজেকে নিয়ে গর্ব করে এবং তার নিজের প্রতি আস্থা বেড়েছে।’

জেমা জানান, এরই মধ্যে কুকুরগুলোর সঙ্গে কিয়েটনের অনবদ্য সম্পর্ক হয়ছে এবং কুকুরগুলোও তাকে ভালো কিছু অর্জনের পথে সহায়তা করেছে। ব্যাপারটা এমন যেন কুকুরগুলোর ষষ্ঠ ইন্দ্রিয় আছে। যখনই সে ভালো অনুভব করে না কিংবা তার দিন খারাপ যায়, তখন কুকুরগুলো তার সাহায্যে এগিয়ে আসে। এটা ভাবতে ভালোই লাগে। ও কোনো বন্ধু পায়নি কখনো। তবে ওকে প্রশ্ন করলে কুকুর দুটিই তার প্রিয় বন্ধু বলে জানায় সে।


 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়