ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, `খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। কমিটির প্রধান হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নান। অপর সদস্যরা হলেন- উপসহকারী পরিচালক আব্দুল জলিল ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার ফয়সালুর রহমান।'

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/নূর/ইভা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়