ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাগুরায় ৪ রাজাকারের বিরুদ্ধে মামলা

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় ৪ রাজাকারের বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার সীমাখালিতে মুক্তিযুদ্ধ চলাকালে রজব আলী হত্যার ঘটনায় চার রাজাকারের বিরুদ্ধে মামলা আমলে নিয়েছেন আদালত।

মামলা আমলে নিয়ে তদন্তের জন্য যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সমর জোয়ারদার জানান, ১৯৭১ সালের ১৫ আগস্ট শালিখা উপজেলার সীমাখালি গ্রামে কুখ্যাত রাজাকার আমজাদ মোল্যা, কেরামত মোল্যা, ওহাব ও ফসিয়ার মোল্যা মিলে  মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার অপরাধে রজব আলী বিশ্বাসকে ধরে নিয়ে গিয়ে নৃশংশভাবে হত্যা করে।

এ ঘটনায় রজব আলীর ছেলে খোকন বিশ্বাস বাদী হয়ে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ গত বৃহস্পতিবার মামলা দায়ের করেন। বাদীপক্ষের শুনানি শেষে আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর আদেশ দেন।



রাইজিংবিডি/মাগুরা/১১ এপ্রিল ২০১৭/ মো. আনোয়ার হোসেন শাহীন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়