ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোরিয়ায় স্কলারশিপে আবেদনের শেষ দিন আজ

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫০, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোরিয়ায় স্কলারশিপে আবেদনের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (KAIST)। এতে আবেদনের সময় আজ মঙ্গলবার শেষ হচ্ছে।

এটি তথ্যপ্রযুক্তি বিষয়ে কোরিয়ার সর্বোচ্চ স্কলারশিপ। উন্নয়নশীল দেশগুলো থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। গ্লোবাল আইটি টেকনোলজি প্রোগ্রামের (ITTP) আওতায় এই স্কলারশিপ দেওয়া হবে। এই গ্রোগ্রামের আওতায় মাস্টার্স এবং ডক্টরেট পর্যায়ের জন্য আবেদন করা যাবে। তবে কেবলমাত্র সরকারি চাকরিজীবী, সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক বা সরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞরাই কেবল এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপের জন্য যারা নির্বাচিত হবেন তারা দুই বছর পর্যন্ত মাস্টার্স এবং তিন বছর পর্যন্ত ডক্টরেট করার যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন। অর্থাৎ কোরিয়া যাওয়ার বিমান ভাড়া থেকে শুরু করে থাকা-খাওয়ার খরচ পর্যন্ত।

বেসরকারি প্রতিষ্ঠানের কেউ এতে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর অবশ্যই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। টোফেল (iBT 83, PBT 560, CBT 220), আইইএলটিএস 6.5, টিইপিএস 599, টিওইআইসি 720 অথবা তার বেশি থাকতে হবে। ইংরেজিতে দক্ষতার পরীক্ষার দুই বছর আগে হলে তা গ্রহণযোগ্য হবে না। তবে ইংরেজিতে দক্ষতার পরীক্ষা ফোনে ITTP এর পরিচালকের কাছেও দেওয়া যেতে পারে।

আজ আবেদনের শেষদিন। তবে কাগজপত্র জমা দিতে হবে ২৫ এপ্রিলের মধ্যে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে নিচের লিংকগুলো অনুসরণ করতে পারেন।

কীভাবে আবেদন করবেন:

 

১) অনলাইনে আবেদনপত্র পূরণ করুন

 

(https://apply.kaist.ac.kr/InterGradApply)

২) আবেদনের ফি প্রদান করুন-

৩) আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিন KAIST ITTP অফিসে।

*Please refer to KAIST application webpage regarding detailed application process

(http://admission.kaist.ac.kr/international/?page_id=16)

অনলাইনে আবেদন:

– Fill out the application form at the KAIST website(http://admission.kaist.ac.kr/international/)

*Choose ‘Global Information &Telecommunication Technology Program as a major’

– Make sure to apply before the deadline

1) To avoid on-line traffic

2) To give enough ‘Screening&Checking&Decide’time to ITTP Admission Committee, on-line application and off-line submission is The Earlier The Better

– Please visit ITTP website(?http://ittp.kaist.ac.kr/html/kr/) and KAIST website(http://www.kaist.ac.kr/html/en/) to check out admission related information before you apply

সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ:

Hyesong Jeong (Ms.)

Email: [email protected]

Tel. 82 42 350 6845 / Fax. 82 42 350 6858

http://ittp.kaist.ac.kr

সরাসরি চিঠি বা কাগজপত্র পাঠানোর ঠিকানা-

Hyesong Jeong (Ms.)

Coordinator, Global IT Technology Program(ITTP)

Korea Advanced Institute of Science and Technology(KAIST)

KAIST Munji Campus

193 Munji-ro Yuseong-gu Daejeon, Korea

(Postal Code) 34051

আবেদনপত্র, ব্রশিয়র বা অন্যান্য নির্দেশিকা পাবেন এখানে:

https://www.dropbox.com/sh/w5f4vu2q71pidy9/AACZp4Oi9xf9vCsPPiHzbBaJa?dl=0




রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৭/আশরাফ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়