ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উইলিয়ামসন ৮৯, হায়দরাবাদ ১৯১

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইলিয়ামসন ৮৯, হায়দরাবাদ ১৯১

৫১ বলে ৮৯ রান করার পথে শট খেলছেন কেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলে আজই প্রথমবার খেলতে নামলেন, আর প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন কেন উইলিয়ামসন।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উইলিয়ামসন ৫১ বলে খেলেছেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস। ৫০ বলে ৭০ করেছেন শিখর ধাওয়ান। তাতে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৯১ রান।

টস জিতে ব্যাট করতে নেমে দলের ১২ রানেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারিয়েছিল হায়দরাবাদ। এরপরই উইকেটে আসা উইলিয়ামসন যখন আউট হলেন, নামের পাশে জ্বলজ্বল করছিল ৫১ বলে ৮৯ রান। ইনিংসে তিনি ৬টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৫টি। যেটি টি-টোয়েন্টি ইনিংসে যৌথভাবে তার সর্বোচ্চ ছক্কা। ২০১৪ চ্যাম্পিয়নস লিগে নর্দান ডিসট্রিক্টসের হয়ে কেপ কোবরার বিপক্ষেও হাঁকিয়েছিলেন ৫ ছক্কা।

আর ধাওয়ান ৭০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও এক ছক্কায়। দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন-ধাওয়ান যোগ করেছেন ১৩৬ রান।। তাতেই হায়দরাবাদ পায় বড় পুঁজি। ২৬ রানে ৪ উইকেট নিয়ে দিল্লির সেরা বোলার ক্রিস মরিস। আগের দুই ম্যাচের মতো দিল্লির বিপক্ষেও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রাখেনি হায়দরাবাদ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়