ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

আস্থা অর্জন করে ফের জাতীয় দলে নাসির

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আস্থা অর্জন করে ফের জাতীয় দলে নাসির

ক্রীড়া প্রতিবেদক : অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন নাসির হোসেন। এরপর বাদ পড়েন। দল থেকে বাদ পরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করেছেন মিস্টার ফিনিশার খ্যাত নাসির হোসেন।

বাংলাদেশ ক্রিকেট লিগে ভালো পারফর্ম করে জায়গা পান ইমার্জিং কাপ দলে। ইমার্জিং কাপেও নাসির চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগেও তার ব্যাট হাসছে নিয়মিত। সেঞ্চুরি পেয়েছেন, দলকে জিতিয়েছেন। সব মিলিয়ে নির্বাচক প্যানেলের আস্থা অর্জন করেছেন।

নির্বাচকদের আস্থা অর্জন করে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নাসিরকে দলে নিয়েছে নির্বাচক প্যানেল। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফির স্ট্যান্ডবাই ক্রিকেটারও রাখা হয়েছে তাকে।

নাসিরকে দলে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,‘নাসির ভালো করছে। ও ইমার্জিং কাপে ভাল খেলেছে, ও ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভাল খেলেছে। ও যেন আন্তর্জাতিক ক্রিকেটের আবহ থেকে দূরে সরে না যায়, এই জন্য ইমার্জিং কাপে তাকে নেওয়া হয়েছিল। ওর মনোযোগে আমরা সন্তুষ্ট। এজন্য আবার ও সুযোগ পেয়েছে।’

জাতীয় দলের দরজা পুনরায় খুললেও চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ হয়নি নাসিরের। বড় মঞ্চে নাসিরকে না নেওয়ার কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘নাসির হোসেন এক বছর ধরে দলের সাথে ট্যুর করছে না। ত্রিদেশীয় সিরিজে আমরা ওকে একটি প্রক্রিয়ার মধ্যে এনেছি। সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে, তাছাড়া আয়ারল্যান্ড সফরে ওকে অভ্যস্ত করা দরকার। সামনে আমাদের অনেকগুলো অ্যাওয়ে সিরিজও আছে। ত্রিদেশীয় সিরিজে  ভালো করলে ওকে পরবর্তীতে বিবেচনা করা যাবে। যেহেতু ওর অভিজ্ঞতা আছে, ধারণা করছি দ্রুত ও আগের ছন্দে ফিরবে।’

নাসিরকে ছয় কিংবা সাত নম্বর খেলানো হতে পারে বলে ধারণা দিয়েছেন মিনহাজুল। তার ব্যাখ্যা, ‘সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ একই পজিশনে ছিল। সাব্বিরকে তিনে নেওয়া হয়েছে। এখন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের পর নাসির হোসেন। এ তিনজন থেকেই আমরা ছয় ও সাত নম্বর খেলোয়াড় বাছাই করবো। এই জন্য তাকে প্রস্তুত করতে হবে।’

এদিকে শফিউল ইসলামের ফিটনেসে উন্নতি হওয়ায় তাকে দলে নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়