ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কুকুর পাগলী’

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কুকুর পাগলী’

বরগুনা সংবাদদাতা :  খেলাধুলা, ঘুম, এমনকী খাওয়া-দাওয়ার সময়েও একত্রে দেখা যায় ওদের। যেন মুহুর্তও কাটেনা একজনকে ছাড়া অপরের। প্রভুভক্ত পোষা কুকুরের সাথে মানুষের সখ্যতার গল্প নতুন না, তবে একজন মানসিক ভারসাম্যহীন  তরুণী আর একটি রাস্তার কুকুরের এমন সখ্যতায় অভিভূত অনেকেই।

ঘটনাটি বরগুনার পাথরঘাটা উপজেলার লিকারপট্টি এলাকার।  মানসিক ভারসাম্যহীন  এই তরুণীর নাম রোজি । অনেকেই তাকে ‘কুকুর পাগলী’ বলে ডাকেন।লিকারপট্টিতে গেলেই এই পাগলীকে তার প্রিয় কুকুরটিকে নিয়ে খুনসুটিতে মেতে থাকতে দেখা যায়। কখনো কখনো এসব দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড়  জমে যায়।

কুকুরটিকে চুমু খায়, আদর করে।কুকুরটিকে জড়িয়ে ঘুমায়। আর কুকুরটিও পাগলীকে দেখলেই বিগলিত হয়ে যায়। কেউ খেতে দিলে কুকুরটির জন্যও তার সমান ভাগ বরাদ্দ থাকে।

এসব দৃশ্য  নজর কেড়েছে ওই এলাকার ব্যবসায়ীদেরও। লিকার পট্টির রেষ্টুরেন্ট ব্যবসায়ী আফজাল হোসেন জানান, সম্প্রতি বিষয়টি তারও নজর কেড়েছে। তিনি বলেন, ‘মানসিক ভারসম্যহীন মেয়েটি-কুকুরটির সখ্যতায় মুগ্ধ আমরা। এদের কাছ থেকেও শেখার আছে।’


পাথরঘাটার বিশিষ্ট আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, ‘রোজি মানসিক ভারসাম্যহীন হলেও তার জীবপ্রেম আমায় বিস্মিত করেছে। আমার মনে হয় মানসিক চিকিৎসা দেওয়া হলে সে স্বাভাবিক হয়ে উঠবে।’

রোজিকে মানসিকভাবে সুস্থ করে তোলার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সেবাদান সংগঠন  ‘আস্থা’ ও  স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘প্রত্যয়’। প্রত্যয়ের সভাপতি মেহেদী শিকদার বলেন, ‘আমরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি।’

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমান বলেন, ‘আমরা রোজির ও কুকুরের বিষয়টি জেনেছি। রোজিকে সমাজ সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’




রাইজিংবিডি/বরগুনা/৬ জুলাই ২০১৭/রুদ্র রুহান/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়