ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

না ফেরার দেশে অভিনেত্রী সুমিতা সান্যাল

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না ফেরার দেশে অভিনেত্রী সুমিতা সান্যাল

সুমিতা সান্যাল

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় প্রবীণ অভিনেত্রী সুমিতা সান্যাল। রোববার (৯ জুলাই) কলকাতার দেশপ্রিয় পার্কের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সুমিতার আসল নাম মঞ্জুলা। ১৯৪৫ সালে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬০ সালে বাংলা ভাষার ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সুমিতা সান্যালের। এ সিনেমায় তার মঞ্জুলা নাম পরিবর্তন করে সুমিতা রাখেন সিনেমাটির পরিচালক বিভূতি লাহা। সুমিতা ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেও অভিনয় করেছেন বলিউড ও টলিউড সিনেমাতেও।

১৯৬৮ সালে ‘আশীর্বাদ’ সিনেমার মাধ্যম বলিউডে অভিষেক ঘটে সুমিতার। সিনেমাটি পরিচালনা করেন হৃষিকেশ মুখার্জি। আর তার হাত ধরে বলিউডে নিজের বিশেষ জায়গা তৈরি নেন তিনি। এতে সঞ্জীব কুমারের বিপরীতে অসম্ভব সাবলীল অভিনয় করে নজর কাড়েন সবার। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে ‘আনন্দ’ সিনেমায় অভিনয় করেন সুমিতা।

দেখুন : সুমিতা অভিনীত ‘ঝির ঝির বরষে’ গানটি

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়