ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাশিয়ার সঙ্গে সাইবার নিরাপত্তা ইউনিটের ধারণা থেকে সরলেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ১০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ার সঙ্গে সাইবার নিরাপত্তা ইউনিটের ধারণা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে সাইবার নিরাপত্তা ইউনিট গড়ে তোলার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মাথায় সেই অবস্থান থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে টুইটার বার্তায় আগের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।

শুক্রবার জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প। এরপরই দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছিলেন, এখন সময় এসেছে মস্কোর সঙ্গে গঠনমূলক কাজ করার।

রোববার টুইটারে ট্রাম্প লেখেন, ‘ পুতিন ও আমি সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের বিষয়ে আলোচনা করেছি যাতে নির্বাচনে হ্যাকিং ও অন্যান্য অনেক নেতিবাচক বিষয়গুলোকে নজরদারি করা ও নিরাপত্তা দেওয়া যেতে পারে।’

ট্রাম্পের এই টুইটের পর খোদ রিপাবলিকান দল থেকেই সমালোচনা শুরু হয়। সিনেটের আর্মড সার্ভিস কমিটির সদস্য ও দক্ষিণ ক্যারোলিনায় দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ফ্লোরিডার সিনেটর মার্কো রুবি রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন।

গ্রাহাম বলেন, ‘আমার শোনা সবচেয়ে বাজে আইডিয়াগুলোর মধ্যে এটি একটি নয়, তবে বেশ কাছাকাছি।’

রুবি বলেন, ‘ বাস্তব ও প্রায়োগিক বিবেচনায় আমরা যদি ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্ত হলেও তাকে  মিত্র হিসেবে কিংবা আস্থার যোগ্য গঠনমূলক অংশীদার হিসেবে কখনোই বিশ্বাস করা যায় না।’

দলের পক্ষ থেকে কড়া সমালোচনার পর ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। টুইটারবার্তায় তিনি বলেছেন, ‘ বাস্তবতা হচ্ছে পুতিন ও আমি সাইবার নিরাপত্তা ইউনিট নিয়ে আলোচনা করেছি, তার মানে এই নয় যে, সেটা হতে যাচ্ছে। এটা হতে পারে না।’




রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়