ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝালকাঠিতে ডাকাত-পুলিশ গোলাগুলিতে নিহত ১

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪০, ১১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে ডাকাত-পুলিশ গোলাগুলিতে নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত  হয়েছে।

এই সময় সদর থানার ওসি (তদন্ত) ফারুক আলমসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর ও রাজাপুর উপজেলার সীমান্তবর্তী বেরপাশা এলাকায় এই ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান জানান, রাত পৌনে ৩ টার দিকে টহল পুলিশের মাধ্যমে খবর পান বেরপাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এ সময় পুলিশ সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় ডাকাত-পুলিশ গুলি বিনিময় হয়। পরে ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় সদর থানার ওসি  মো. ফারুক আলম, এএসআই মেহেদী ও বাপ্পী আহত হন। ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালিয়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এএইচএম ফয়সাল মৃত ঘোষণা করেন।নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে একটি শ্যুটার গান, এক রাউন্ড তাজা গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি বড় চাপাতি, একটি ছুরি একটি হাতকরাত ও দড়ি উদ্ধার করা হয়েছে।

গাবখান ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান একেএম জাকির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।




রাইজিংবিডি/ঝালকাঠি/১১ জুলাই ২০১৭/অলোক সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়