ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সরকারের ব্যর্থতার জন্যই নারী নির্যাতন বেড়েছে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকারের ব্যর্থতার জন্যই নারী নির্যাতন বেড়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারের ব্যর্থতার কারণেই দেশে ধর্ষণের মতো নারী নির্যাতন বেড়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন।

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতায় সহায়ক সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

মওদুদ বলেন, ‘দেশে সাম্প্রতিক সময়ে এ ধরনের সব ঘটনাতেই ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত। তুফান সরকার ও আমাদের বর্তমান সরকার একই তো। এই সরকারের আমলেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। যতদিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই নারী ও শিশুদের ধর্ষণ চলতেই থাকবে। বগুড়ার তুফান সরকার বর্তমান সরকারের কর্মকাণ্ডেরই প্রতিফলন ঘটিয়েছে।’

বগুড়ার ধর্ষণের ঘটনাকে ‘অবিশ্বাস্য’ অভিহিত করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘কী অসম্ভব একটা হিংস্রতা, বর্বরতা! এটা কেন হচ্ছে? কারণ এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তারা (সরকার) মানুষের কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন বোধ করে না।’

তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে পাঁচজন নারী ও শিশু ধর্ষিত হচ্ছে। সামাজিক অবস্থাটা কোথায় চলে গেছে। একজন বাস ড্রাইভার ও হেলপার একজন যাত্রীকে ধর্ষণ করেছে। তার মানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।’

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন এই বিএনপি নেতা।

‘সরকার পুলিশ ও র‌্যাবকে প্রশিক্ষণ দিয়েছে- কী করে বিরোধী দলকে নিস্তেজ করা যায়, তাদের ওপর আক্রমণ করা যায়, নির্যাতন করা যায়, তাদের বিরুদ্ধে কীভাবে মিথ্যা মামলা দায়ের করা যায়, তাদের ওপর কী করে হয়রানি করা যায়। দেশের মানুষের সম্পদ ও জীবনের নিরাপত্তা বিধান করার দায়িত্ব থেকে পুলিশ সরে গেছে।’

এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য অলিউর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়