ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘তুফান’দের নারকীয় উল্লাসে দেশ ক্ষতবিক্ষত : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তুফান’দের নারকীয় উল্লাসে দেশ ক্ষতবিক্ষত : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সম্প্রতি নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ‘তুফানদের নারকীয় উল্লাসে দেশ ক্ষতবিক্ষত।’

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয়  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘এই তুফানরাই সারাদেশে মানুষের ঘরবাড়ি, জায়গা-জমি দখলের পাশাপাশি নারীদের সম্ভ্রম নিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। শাসক দলের নেতাকর্মীদের তাণ্ডবে জনপদ থেকে জনপদ আজ রক্তে রঞ্জিত। আদিম উল্লাসে এরা নারী-শিশু নির্যাতন করে এক বিকৃত সমাজ গড়ে তোলার চেষ্টা করছে।’

‘প্রতিদিন গড়ে প্রায় ১০ জন নারী ও শিশুর ওপর পৈশাচিক নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। গত কয়েক মাস ধরে নারী ও শিশুদের ওপর ক্ষমতাসীন দলের সোনার ছেলেদের বীভৎস উৎপীড়ন আরো বেড়ে গেছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নববধূরাও।’

আশার আলো দেখছে বিএনপি : রিজভী বলেন, ‘সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে নির্দেশনা এসেছে, তাতে এই তুফানদের হাত থেকে বাঁচতে মানুষ কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে।’

‘সুপ্রিম কোর্টের এই রায়ে ক্ষমতাসীনরা ক্ষুব্ধ ও মর্মাহত, কিন্তু অবরুদ্ধ গণতন্ত্রে পীড়িত মানুষ বর্তমান ঘনতমাসাবৃত এই দুঃসময়ে আলোর ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে। এই রায়ে বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, নির্বাচন, আইনের শাসন বাস্তবায়নসহ নানাদিক তুলে ধরা হয়েছে।’

সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা ‘জবরদস্তিমূলক ও বেআইনি’ বলেও মন্তব্য করেন তিনি।

সদস্য সংগ্রহে ৪২ লাখের বেশি সাড়া : বিএনপির দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে এ পর্যন্ত ৪২ লাখের অধিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি হয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘এটি টার্গেটের প্রায় অর্ধেক।’

নারীদের মধ্যে বিএনপির সদস্য হওয়ার আগ্রহ বেশি বলেও জানান দলটির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দিচ্ছে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

বাণিজ্যমন্ত্রী অসত্য বলছেন : ‘দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, স্থিতিশীল রয়েছে’ বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দাবিতে ‘সম্পূর্ণরূপে অসত্য’ বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, ‘আওয়ামী নেতা ও মন্ত্রীরা যে ডাহা মিথ্যাচার করেন, এটি তার আরো একটি উৎকৃষ্ট উদাহরণ। বাজারে প্রায় সব পণ্যের দাম এখন দ্বিগুন-তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ৭০/৮০ টাকা কেজির নিচে তো কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তেল, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ।’



রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়