ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সহায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য নয়’

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সহায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য নয়’

নিজস্ব প্রতিবেদক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য নয়।

তিনি বলেন, ‘বিএনপি সহায়ক সরকারের দাবি মানতে আমাদের বাধ্য করতে পারেনি। আমাদের ওপর চাপও নেই।’

মঙ্গলবার সকালে বনানীর সেতু ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন নদীর ওপর চারটি সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘সহায়ক সরকারের প্রসঙ্গটি একটি দলের পক্ষ থেকে আসছে। কিন্তু এ দাবি যে জনগণের সেটা কীভাবে বোঝা যায়?’

এদিকে বিএনপি এরই মধ্যে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি। সংলাপে যাওয়ার আগেই এ ধরনের প্রশ্ন তোলা অযৌক্তিক।’

এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে ৩০০ আসনের গ্যারান্টি দিতে পারলেই কেবল তখনই তারা নির্বাচন কমিশনকে নিরপক্ষে মনে করবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৭/আশরাফ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়