ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওয়ার্নার-লায়নকে দেখে শেখার প্রত্যয়

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নার-লায়নকে দেখে শেখার প্রত্যয়

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে উপমহাদেশে একটিও টেস্ট সেঞ্চুরি ছিল না ডেভিড ওয়ার্নারের। সেখানে ঢাকা ও চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে বাংলাদেশ সফর স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ান ওপেনার।

শুধু ওয়ার্নার নন, বাংলাদেশ সফর স্মরণীয় করে রেখেছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নও। সিরিজে নিয়েছেন ২২ উইকেট। চট্টগ্রামে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে এশিয়ায় কোনো টেস্টে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তাইতো সিরিজসেরা নির্ধারণ করতে গিয়ে দুই সেঞ্চুরির মালিক ওয়ার্নার ও ২২ উইকেট নেওয়া লায়নকে আলাদা করা যায়নি।

ওয়ার্নারের ব্যাটিং ও লায়নের বোলিং মনে ধরেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং করতে হয়, তা ওয়ার্নার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। আবার লায়ন ধৈর্য ধরে যেভাবে লাইন ও লেংথ মেনে বোলিং করেছেন, তা ছিল দারুণ। তাইতো দু্ই অসি ক্রিকেটারের পারফরম্যান্স থেকে শেখার প্রত্যয় মুশফিকের।

ওয়ার্নারের ব্যাটিং নিয়ে মুশফিক বলেছেন, ‘ওয়ার্নারকে দেখেন, ও কত আক্রমণাত্মক একজন ব্যাটসম্যান। কিন্তু এখানে কত কষ্ট করে রান করেছে। এটা ওর সবচেয়ে মন্থর সেঞ্চুরি। আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পারি, শিখতে পারি; এই উইকেটে ও কীভাবে রান করেছে। ও চাইলে আরো আক্রমণাত্মক খেলতে পারত। তখন অনেক সুযোগ আসতে পারত ওকে আউট করার। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্যাটিং করে গেছে।’

মুশফিক প্রশংসা করেছেন লায়নের বোলিংয়েরও, ‘আমাদের বোলাররা ঢাকার উইকেটের মতো এ উইকেট কাজে লাগাতে পারেনি। কিন্তু লায়ন ঠিকই উইকেট বুঝে বোলিং করে গেছে। টার্ন পায়ন, কিন্তু সোজা বলে উইকেট পেয়েছে। ও কতটা ডেঞ্জারাস, তা বোঝা গেছে। ধারাবাহিকভাবে বোলিং করে যাওয়ার কারণেই সাফল্য পেয়েছে।’ 

শেষমেশ মুশফিক বললেন, ‘আমরা যদি এই ধরনের দলগুলোর সঙ্গে বেশি খেলার সুযোগ পাই তাহলে অনেক কিছু শিখতে পারব। লায়ন যেভাবে বোলিং করেছে, ওয়ার্নার যেভাবে ব্যাট করেছে- আমরা এগুলো শিখতে পারব। আমরা যদি এভাবে খেলতে থাকি, ধাবারাহিকতা দেখাতে পারি; আমি আশাবাদী ভবিষ্যতে আমরা আরো বেশি টেস্ট খেলার সুযোগ পাব।’




রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়