ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লর্ডসে লিড নিল ওয়েস্ট ইন্ডিজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লর্ডসে লিড নিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক : লর্ডসে চলছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনে মাত্র ১২৩ রানের গুটিয়ে যায়। জবাবে ইংল্যান্ডও সুবিধা করতে পারেনি। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ১৯৪ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার রাতে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে ২২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্রিজে আছেন সাই হোপ (৩৫) ও রোস্টন চেজ (৩)। তারা দুজন আজ শনিবার বিকেলে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। আউট হয়েছেন ক্রেইগ বার্থওয়েট (৪), কাইল হোপ (১) ও কিরেন পাওয়েল (৪৫)।

এই ইনিংসে বল হাতে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ২টি উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

শুক্রবার ২ উইকেট শিকার করে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বোলার হিসেবে এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে পাঁচ শতাধিক (৫০১) উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। তার সামনে আছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ (৫১৯), গ্লেন ম্যাগ্রা (৫৬৩), অনিল কুম্বলে (৬১৯), শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০)।




রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়