ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আওয়ামী লীগের সঙ্গে ঐক‌্য চায় না বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আওয়ামী লীগের সঙ্গে ঐক‌্য চায় না বিএনপি

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা সংকট সমাধানে আওয়ামী লীগ নয়, বরং জনগণের সঙ্গে বিএনপি ঐক‌্য গড়ছে বলে জানিয়েছেন দলটির নেতা আবদুল্লাহ আল নোমান।

সেই ঐক‌্যে ক্ষমতাসীনরা না এলেও কোনো ক্ষতি দেখছেন না দলটির এই নেতা।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট ত্রিমুখী সমস্যা। এ সমস্যা সমাধানে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে কোনো  লাভ নেই। এজন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশবাসীকে একবিন্দুতে মিলিত হতে হবে।’

‘আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপি তাদের (আওয়ামী লীগ) সঙ্গে আলোচনা করতে চায় না। রোহিঙ্গা সংকট নিয়ে জাতির সঙ্গে ঐক্য করতে চায় বিএনপি। সেই ঐক্যে আওয়ামী লীগ আসুক বা না আসুক।”

বিএনপি সঙ্গে জাতীয় ঐক‌্য গড়ার বিষয়টি ক্ষমতাসীনদের পক্ষ থেকে নাকচ করে দেওয়ার পর দলটির কোনো নেতার কাছ থেকে এই ধরনের মন্তব‌্য এলো।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন।

রোহিঙ্গা সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান হবে না মন্তব‌্য করে আবদুল্লাহ আল নোমান বলেন ‘এই সমস্যার সমাধান আন্তর্জাতিক পর্যায়ে হতে হবে। কিন্তু সরকার বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি।’

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে মন্তব‌্য করে বিএনপির এই নেতা বলেন, ‘চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি এখন আর জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল চালের দাম প্রতি কেজি মাত্র ১৬ টাকা।’

অনুষ্ঠানে অংশ নিয়ে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ১০টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেছিলেন, তখন বিএনপির আমলে ১৬ টাকা চালের মূল্য ছিল। তিনি সেখান থেকে ৬ টাকা কমিয়ে ১০ টাকা করার কথা বলেছিলেন। কিন্তু এখনতো ৭০-৮০ টাকা কেজি।’

একাদশত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সরে যান, পদত্যাগ করেন বা ছুটি নেন, তাহলে দেশে একটি ভালো নির্বাচন সম্ভব।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো.  রহমত উল্লাহ, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, বংশাল থানা কৃষক দলের সভাপতি আব্দুর রাজী ও কোতয়ালি থানা কৃষক দলের সভাপতি মো. মোফাজ্জল হোসেন হৃদয় প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়