ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেল আইপজিটিভ

আমিনুর রহমান হৃদয় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেল আইপজিটিভ

আমিনুর রহমান হৃদয়: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ এবং মাদক থেকে দূরে রেখে শিক্ষার্থীদের সমাজসেবায় নিয়োজিত করতে কয়েকজন বিশ্ববিদ্যালয় ছাত্র উদ্যোগ নেয় নিজ এলাকায় একটি সমাজসেবামূলক সংগঠন করার। সেই উদ্যোগ ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়।  ২০১১ সালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যাত্রা শুরু করে ‘আইপজিটিভ’।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি কাজ করছে শিক্ষা সহায়তা প্রদান, মাদকবিরোধী কর্মকাণ্ড, বিনামূল্যে রক্তদান, পরিবেশ রক্ষায় সচেতনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে উদ্ধুদ্ধ করতে। দীর্ঘ ৬ বছর এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখায় এ বছর দেশের সেরা ১০ সংগঠনের তালিকায় স্থান করে নেয়। এবং কাজের স্বীকৃতিস্বরূপ জয় করে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ সম্মাননা।

 


সমাজসেবামূলক কাজের মধ্যে নিজেদের নিয়োজিত করে খারাপ কাজ থেকে বিরত থাকার তাগিদ থেকেই এই সংগঠন করার ভাবনা মাথায় আসে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ। তিনি বলেন, ‘একজন মানুষ যখন ভালো কাজের সঙ্গে জড়িয়ে পড়ে তখন ওই মানুষটি আর কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। ছোট থেকেই যদি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনার বীজ বুনে দেয়া যায় তাহলে আগামী দিনে দেশপ্রেম নিয়ে একটি তরুণ প্রজন্ম বেড়ে উঠবে। যে প্রজন্ম কখনো অপরাধে লিপ্ত হবে না।’

পরাগ বলেন, ‘বর্তমানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রায় ১৫০ জন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজসেবায় কাজ করছে। সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা একদিকে যেমন মাদক থেকে দূরে থাকছে অন্যদিকে পড়াশোনায় ভালো করছে।’

শিক্ষাক্ষেত্রে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান, ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার, প্রযুক্তিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে কর্মশালার আয়োজন করে ‘আইপজিটিভ’। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি প্রতি বছর করে আসছে। মাদকবিরোধী বিলবোর্ড স্থাপন ও স্কুল-কলেজে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে ধারণা দিয়ে সচেতনতা সৃষ্টি করা ছাড়াও নিজেদের শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রধান প্রধান সড়কের পাশে ও বিভিন্ন স্কুল-কলেজে ডাস্টবিন স্থাপন করেছে সংগঠনটি।

 


বিনামূল্যে রক্তদান করায় ২০১২ ও ২০১৩ সালে পরপর দুই বার সেরা রক্তদাতা সংগঠন হিসেবে আইপজিটিভকে স্বীকৃতি দিয়েছে রেডক্রিসেন্ট। দুস্থ রোগীদের সেবা ও আর্থিক সহযোগিতা করেও চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখছে সংগঠনটির সদস্যরা। শীতের সময় দুস্থ মানুষের মাঝে লেপ বিতরণ, ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণও সংগঠনটির কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম। আর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের পোস্টার প্রেজেন্টেশন, জঙ্গীবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে কাজ করে যাচ্ছে ‘আইপজিটিভ’।

সংগঠনের সদস্যদের মাসিক চাঁদার টাকা দিয়েই প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন হয়ে থাকে বলে জানান সংগঠনটির সভাপতি আলিউল ইসলাম অর্ণব। তিনি জানান, প্রতি মাসেই সভা করে সংগঠনের ছোট থেকে বড় সব সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ সম্মাননা আইপজিটিভের কর্মকাণ্ডকে আরো গতিশীল করে মুত্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি হয়ে কাজ করতে উৎসাহ জোগাবে বলে মনে করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ। তিনি বলেন, ‘আমরা আমাদের নিজেদের সমাজকে ভালো রাখার জন্য কাজ করছি। একটি সমাজ যদি ভালো থাকে তবে আমরা সবাই ভালো থাকবো। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা হয়ে দেশের জন্য কাজ করে যেতে চাই।’

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৭/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়