ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পেঁয়াজ নিয়ে প্যাঁচাল || তাপস রায়

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৯, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেঁয়াজ নিয়ে প্যাঁচাল || তাপস রায়

ইন্ডিয়া না বাংলাদেশ?

ইন্ডিয়া।

দেশি নাই?

আছে, এক দাম আশি।

আচ্ছা, আসি।

ভাই নিবেন না? দেশি জিনিসের বেশি ঝাঁঝ। দাম তো একটু বেশি অইবোই।

তাই বলে আশি! এই দেশে এক সময় এক টাকায় এক মণ চাল পাওয়া যেত।

এখন এক ট্যাকায় আপনে একটা চকলেটও পাইবেন না।

তা তো বুঝতেই পারছি কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল কেন বুঝতে পারছি না।

ক্যামনে বুঝবেন? গনি মিয়া রইদে পুইড়া ঘামে ভিজা পিঁয়াজ চাষ করছে সেই তো বুঝবার পারে নাই। সকালের হাটে বিশ ট্যাকা দরে বিক্রি করছে পরদিন নিজের প্রয়োজনে হাটে গিয়া পিঁয়াজ কিনতে গিয়া শোনে দর নাকি ষাইট ট্যাকা।

এতো দেখি শেয়ার বাজারের কাণ্ড!

কী কন, এইডা শেয়ার বাজার অইব ক্যান? এইডা কাঁচাবাজার।

তুমি শেয়ার বাজার বুঝবে না।

যদি তাই বুইঝা থাকেন তাইলে বিষয়টা আমার লগে শেয়ার করলেন ক্যান?

স্যরি। এখন এক কেজি পেঁপে দাও।

পিঁয়াজ নিবেন না?

না। পেঁয়াজ না খেলে কী হয়? প্রতিবেশী নারায়ণ বাবুর চৌদ্দ গুষ্টি কখনও পেঁয়াজ খায় নি। তারা দিব্যি আছে।

কন কী, তাইলে তো দ্যাকতাছি পিঁয়াজের দাম বাইড়া যাওয়াতে তাগো উপর কোনো প্রভাবই পড়ে নাই!

শুনেছি তার ছেলেমেয়ে দুটো নাকি শুধু সবজি খায়। ভেজিটেরিয়ান।

ভালো, চশমা লাগবে না।

কেন?

গরু, ছাগলরে কোনোদিন চশমা পরতে দ্যাকছেন? ভাইসাব যাই বলেন, এই বাজারে সবজির চেয়ে ফার্মের মুরগি অনেক সস্তা।

আচ্ছা, হঠাৎ কাঁচাবাজারে সব কিছুর দাম বেড়ে গেল- এর কারণ কী?

সিন্ডিকেট। সিন্ডিকেটের ব্যবসা যদি এ দ্যাশে নাই থাকত পিঁয়াজের কেজি আশি ট্যাকা কী করে হতো?

সবই কপাল! আচ্ছা পেঁপে দাও।

পিঁয়াজ না নিলেন, পেঁয়াজের ফুল নেন।

ফুল দিয়ে কী করব?

মেমসাবরে দিবেন। গ্যান্দা, কদম, বেলি, গোলাপ কত ফুলই তো গিফট করছেন। এইডা এই বাজারে তার চেয়েও দামি ফুল। মেমসাব খুশি অইব।

ফাজলামি করো?

তওবা, তওবা কী কন! ভাইবা দ্যাখেন, রজনীগন্ধা দিতে পারবেন কিন্তু খাইতে পারবেন না। পেঁয়াজের ফুল দিতেও পারবেন, দুইজনে মিল্যা খাইতেও পারবেন।

তুমি আমারে পেঁপে দিবা?

চ্যাতেন ক্যান। দিতাছি। কিন্তু চাইলেন পেঁয়াজ, নিতাছেন পেঁপে ঘটনা তো বুঝলাম না।

তোমার অত বোঝার দরকার নেই। যা বুঝিয়ে বলার গিন্নিকেই বলব।

ভাইসাব, ঘরে গিন্নি আমারও আছে। তারেও তো বিষয়টা বুঝাইতে হইব। পেঁয়াজের বদলে পেঁপে...।

শোন, কচু দিয়ে যদি আলুর চপ, লাউয়ের খোসা দিয়ে যদি বেগুনি, মুলা দিয়ে যদি মুলাজু হতে পারে তাহলে পেঁপে দিয়েও পেঁয়াজু হতে পারে। এখন থেকে পেঁয়াজের বদলে পেঁপে খাব। বুঝেছ?

অ, বুঝছি। অহন ভাবিসাবে বুঝলেই হয়।



রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়