ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাইনালে দুপুরে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৫, ২৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাইনালে দুপুরে ভারতের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক মারিয়া মান্ডা ও ভারতের অধিনায়ক বন্যা কবিরাজ (ছবি : বাফুফে)

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অপরাজিত থেকেই ফাইনালের টিকিট পেয়েছে মারিয়া মান্ডা-মনিকারা। অবশ্য দল কম হওয়ার কারণে লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। সেখানে নেপাল, ভুটান ও ভারতকে হারিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশের কিশোরীরা। লিগ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মেয়েরা।

সেই আত্মবিশ্বাস নিয়েই আজ রোববার দুপুর ২টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচটি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বাংলা টিভি। আর গ্যালারি থাকবে সকলের জন্য উন্মুক্ত। সকলকে খেলা দেখতে আমন্ত্রণ জানাতে গেল তিনদিন ধরে কমলাপুর স্টেডিয়ামের আশ-পাশের এলাকায় করা হয়েছে মাইকিং।

ঘরের মাঠে খেলা। তার উপর আশা করা হচ্ছে দর্শক সমাগম হবে। আরো একটি সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। সেটা তারা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। নিজেদের সেরাটা দিয়ে খেলেই সাফের শিরোপা জিততে চায় বাংলাদেশ। যেমনটা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা, ‘আমরা আগের তিনটা ম্যাচ জিতেছি। আজ আমাদের ফাইনাল। আমরা ভালো খেলার চেষ্টা করব। আমাদের সামর্থের সবটুকু দিয়ে খেলব। ভারত শক্তিশালী, আমরা তাদের হারিয়েছি। আমরা প্রথমেই লিড নিতে চাই। গত তিন ম্যাচেও শুরুতেই আমরা গোল তুলে নিয়েছি। ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে ১৫ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয়ার। আগের ম্যাচগুলোতে যা-ই হয়েছে সেসব মাথায় রাখতে চাই না। ফাইনালে আমরা সেরাটা খেলব। ট্রফি জিতে আমরা সাবিনাকে উৎসর্গ করব।’ 

বাংলাদেশ দলের কোচ ছোটন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে জয়ের জন্য নামব। আমাদের মেয়েরা সেভাবেই খেলেছে। তারা প্রত্যেকটা ম্যাচে প্রথম থেকে ৯০ মিনিট পর্যন্ত দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করেছে। আগের তিন ম্যাচে যেভাবে খেলেছি, ফাইনালেও সেভাবেই খেলতে চাই। আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে চাই না। স্বাভাবিক খেলাটা খেলে এবং সুযোগ কাজে লাগাতে চাই। ভারত শক্তিশালী দল হলেও ওদের চেয়ে আমরা কোন অংশে পিছিয়ে নেই।’



এদিকে ভারতের কোচ কোচ মায়মল রকি জানিয়েছেন লিগ পর্বে ভালো করতে না পারলেও ফাইনালের জন্য তারা প্রস্তুত, ‘আমরা আমাদের দলকে ফাইনালের জন্যই তৈরি করে এনেছি। এটা ঠিক যে লিগপর্বে ভালো করতে পারিনি। আশা করি ফাইনালে ভালো করবে দল। ফাইনালের জন্য আমরা প্রস্তুত।' 

ভারতের অধিনায়ক বন্যা কবিরাজ বলেন, ‘লিগপর্বে বাংলাদেশের বিপক্ষে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারিনি। ফাইনালে খেলব। এটা ঠিক যে গত ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে ফাইনালে অবশ্যই আমরা ভালো খেলব।'

বাংলাদেশ দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার তহুরা খাতুন এবং সাজেদা খাতুন ইনজুরিতে। অবশ্য ফাইনালের আগে তহুরা পুরোপুরি খেলার জন্য ফিট। তবে সাজেদার চোট এখনও সারেনি। ফাইনালে তার খেলার সম্ভাবনা নেই।

ঘরের মাঠে, চেনা পরিবেশে ও দর্শকদের সামনে ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা তাদের সাফল্যের পাখায় আরো একটি জ্বলজ্বলে পালক যুক্ত করবে সেটাই প্রত্যাশা সবার।





রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়