ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নগরফুলের হলিডে স্কুল

ফয়সাল উদ্দীন নীরব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ২৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নগরফুলের হলিডে স্কুল

ফয়সাল উদ্দীন নীরব : ফুটপাতে ময়লা কুড়ানো, ভিক্ষাবৃত্তি এসব কাজ পথশিশুদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, পেটের ভোগ নিবারণের জন্য এসব করতে হয় পথশিশুদের। অসুস্থ হলে চিকিৎসা, একটু ভালো খাবার, পড়ালেখার স্বপ্ন তাদের অধরাই থেকে যায়।

পথশিশুরা যাতে আলোর পথে আসতে পারে, শিক্ষার সুযোগ পায়, নতুন কাপড় পরতে পারে তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে চট্টগ্রামের সেচ্ছাসেবী সংগঠন ‘নগরফুল’।

২০১৫ সালের জুন মাসে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। নগরফুলের উদ্যোক্তা বায়োজিদ সুমন রাইজিংবিডিকে জানান, ‘২০১৫ সালে ঈদের শপিং করতে গিয়ে দুজন পথশিশুর মলিন মুখ আমাকে ভীষন ভাবে আলোড়িত করে, নাড়া দেয় মনকে, তাদের মলিন দেখেই কিছু করার সিদ্ধান্ত নিই। ফেসবুকের মাধ্যমে আরো অনেককে সংগঠিত করি, পরিচিত বন্ধুদের বিষয়টি অবহিত করি। আহবানে সাড়া দেয় অনেকে, এভাবেই শুরু হয় নগরফুলের যাত্রা।’

পথশিশুদের শিক্ষিত করে সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে নগরের ফুল হিসেবে পরিণত করাই সংগঠনটির লক্ষ্য। সমাজে অচ্ছুত বলে বিবেচিত এসব পথশিশুদের জন্য প্রতি শুক্রবার স্কুল পরিচালনা করে সংগঠনটি, যার নাম দেওয়া হয়েছে ‘নগরফুল হলিডে স্কুল’।

নগরীর সিআরবি, ষোলশহর, ডিসি হিল, আগ্রাবাদ শিশু পার্ক, ক্যান্টনমেন্ট নতুন পাড়া রেলস্টেশন, পটিয়া রেলস্টেশন সহ ৬টি পয়েন্টে প্রতি শুক্রবার সকাল এবং বিকালে ক্লাস নেওয়া হয়। বর্তমানে নগরফুল হলিডে স্কুলের শিশু সংখ্যা ৫০০ এর অধিক। আর এই হলিডে স্কুলের ক্লাসগুলো নেয় সংগঠনটির সদস্যরা, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রতিষ্ঠালগ্ন থেকে অভিজ্ঞ ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ‘স্বাস্থ্য সেবা’ শাখা চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে এইসব শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

বায়োজিদ সুমন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা কাজ শুরু করার পর এই পথশিশুদের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্যনীয়, তারা আগের চেয়ে সুশৃঙ্গল, তাদের পুরোনো অভ্যাসগুলো আস্তে আস্তে পরিহার করতে শুরু করে।’

এসব শিশুদের বই-খাতা থেকে শুরু করে যাবতীয় শিক্ষা উপকরণ সংগঠনের সদস্যদের জমাকৃত তহবিল থেকে দেওয়া হয়।

নগরফুলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ‘দারিদ্রতা এদের পরিণত করেছে পথশিশুতে। সমাজের সুবিধাবঞ্চিত এই পথশিশুদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতেই নগরফুলের কর্মকান্ড।’

সংগঠনটি প্রতিবছর শীতবস্ত্র বিতরণ এবং ঈদ পোশাক বিতরণ করে থাকে। এছাড়া বিভিন্ন দিবসে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পথশিশুদের মেধার বিকাশে নাচ, গান, কবিতা, আবৃত্তি, ড্রয়িং প্রতিযোগিতা থাকে। বর্তমানে ২০০ জন এর মতো সদস্য রয়েছে সংগঠনটির।

নগরফুলের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, ‘পথশিশুদের সুন্দর ফুল হিসেবে ভবিষ্যত গড়তে নগরীর প্রত্যেকটি পয়েন্টে আমরা হলিডে স্কুল চালু করতে চাই।’

 


রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়