ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

টাইমস অব ইন্ডিয়ার সেরা একাদশে সাকিব

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাইমস অব ইন্ডিয়ার সেরা একাদশে সাকিব

ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটে ২০১৭ সালের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ সাজিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সদ্য বিদায়ী বছরে সাদা পোশাকে সেরা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েছে ভারতীয় শীর্ষ এ গনমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা একাদশে অধিনায়ক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। আট নম্বর অবস্থানে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এছাড়া নৈশক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে অ্যাশেজ স্কোয়াড থেকে বাদ পড়া বিতর্কিত ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা একাদশে ঠাঁই পেয়েছেন।

গত বছরের শেষদিকে টেস্ট সিরিজ না থাকলেও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করেন সাকিব আল হাসান। ৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে সাকিব। ৪১৫ পয়েন্ট নিয়ে তার পরই ভারতের রবীন্দ্র জাদেজা। সবশেষ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বাংলাদেশ দল ভাল করতে না পারলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে নিজেকে জানান দিয়েছিলেন সাকিব। সবমিলিয়ে ২০১৭ সালে সাদা পোষাকে অসাধারণ একটি বছর কাটিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

গত বছর ব্যাটিংয়ে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান এবং বোলিংয়ে ২৯টি উইকেট রয়েছে সাকিবের নামের পাশে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস দিয়ে দুর্দান্ত একটি বছর শুরু করেন সাকিব। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ে সেঞ্চুরির সঙ্গে ৪ উইকেট নিয়ে নিজের সেরাটা জানান দিয়েছিলেন সাকিব। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সাফল্যে ব্যাট হাতে ৮৪ রানের সঙ্গে বোলিংয়ে ১৫৩ রানের খরচায় সাকিব নেন ১০ উইকেট।

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা একাদশ
ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাদা, নাথান লিয়ন, জেমস অ্যান্ডারসন।

 


রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়