ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন ফরিদপুর অঞ্চলের আন্ত: কলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শেখ ফজিলাতুন্নেচ্ছা সরকারী মহিলা কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে।

আজ বুধবার সকালে শহরের শেখ ফজিলাতুন্নেচ্ছা সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোথলেসুর রহমান সরকার।

শেখ ফজিলাতুন্নেচ্ছা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন।

এ প্রতিযোগিতায় ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর জেলার বিভিন্ন কলেজের তিন শতাধিক শিক্ষার্থী ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবলসহ ১০টি ইভেন্টে অংশ নিচ্ছে।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/৩ জানুয়ারি ২০১৮/বাদাল সাহা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়