ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কালি ও কলম পুরস্কার পেলেন রাইজিংবিডির তাপস রায়

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ৩০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালি ও কলম পুরস্কার পেলেন রাইজিংবিডির তাপস রায়

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের নবীন কবি-লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিময় এবং তরুণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে কালি ও কলম তরুণ লেখক কবি পুরস্কার ঘোষণা করা হয়েছে। দশমবারের মতো এবারও সাহিত্য শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য এবং শিশুকিশোর সাহিত্য-এই পাঁচ বিভাগে পুরস্কার দিচ্ছে।

কথাসাহিত্য শাখায় ‘এই বেশ আতঙ্কে আছি’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন তাপস রায়। সমকালীন জীবনের বহুমাত্রিক অসঙ্গতি নিয়ে রচিত এই রম্যগল্পগ্রন্থ। ‘নিশিন্দা পাতার ঘ্রাণ’ কাব্যগ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন কবি হোসনে আরা জাহান। কবিতায় যৌথভাবে ‘জুমজুয়াড়ি’ কাব্যগ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন কবি মিজানুর রহমান বেলাল। ‘নৃত্যকী’ রচনার জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক শাখায় পুরস্কার পেয়েছেন নাট্যকার আলতাফ শাহনেওয়াজ। মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য শাখায় ‘মুক্তিযুদ্ধের অজানা ভাষ্য’ গ্রন্থের জন্য পুরস্কার অর্জন করেছেন গবেষক মামুন সিদ্দিকী। এবং শিশুকিশোর সাহিত্য শাখায় ‘হরিপদ ও গেলিয়েন’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন রাজীব হাসান।

তাপস রায় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রতিষ্ঠান যখন পাশে থাকে তখন পেশাগত এবং ব্যক্তি জীবনের সব বাধা সহজেই কাটিয়ে ওঠা যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যারা লেখালেখির মতো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’

ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম এবং রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তাপস রায় বলেন, ‘তাদের মানসিক সমর্থন আমাকে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে। ভালো লাগছে পুরস্কারটি পেয়ে। এটি কাজের স্বীকৃতি। তবে যত দ্রুত সম্ভব পুরস্কারের কথাটি ভুলে যেতে চাই। কেননা যেতে হবে অনেক দূর। চলার পথে সবার শুভাশীষ প্রত্যাশা করি। পাঠকদের প্রতিও রইল ভালোবাসা।’

মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তরুণ কবি ও লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।   

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৮/সাইফ/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ