ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানরা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানরা

ক্রীড়া ডেস্ক: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয় পেয়েছিল আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় ও শেষটিতে এবার ১৭ রানে জিতে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আফগানরা।

শারজায় গতকাল রাতের ম্যাচে টস জিতে আফগানিস্তান অধিনায়ক আসগর স্টানিকজাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান তুলতেই থেমে যায় জিম্বাবুয়ের দৌঁড়। ফলে ১৭ রানে জয়ের হাসি হাসে মোহাম্মদ নবী-রশিদ খানরা।

আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো এই ম্যাচেও আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন মোহাম্মদ নবী। ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করেন তিনি। আগের ম্যাচে ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। শারজায় গতকাল রাতে আফগানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেন করিম সাদিক। এছাড়া অধিনায়ক আসগার স্টানিকজাই ২৭, নাজিবুল্লাহ জাদরান ২৪ ও মোহাম্মদ শাহজাদ ১৭ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে তেন্দাই চাতারা ৩টি উইকেট নেন। এছাড়া জারভিস, মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার ২টি করে উইকেট নেন।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সিকান্দার রাজা। রায়ান বার্ল করেন ৩০ রান। এছাড়া শুরুতে নামা হ্যামিল্টন মাসাকাদজা ২৯ রান করলেও আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪১ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

বল হাতে জিম্বাবুয়ের হয়ে মুজিবুর রহমান ও রশিদ খান ২টি করে উইকেট নেন। এছাড়া ১টি উইকেট নেন মোহাম্মদ নবী।

দুই ম্যাচ টি-টোয়েন্টির পর এবার পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটি আগামী ৯ ফেব্রুয়ারি শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়