ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রৌমারীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইউএনওর গাড়ি ভাঙচুর

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রৌমারীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইউএনওর গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর রায়ের গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।

শনিবার পরীক্ষা শেষে পরীক্ষার হল থেকে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি, পরীক্ষা কেন্দ্রে রাখা মোটরসাইকেল ও বিদ্যালয়ের দেয়াল ভাঙচুর করে পরীক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্য কোনো কেন্দ্রে না গিয়ে যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্তব্য পালনকালে কোনো কারণ ছাড়াই পরীক্ষার্থীদের হয়রানি করেন। তাতে বিক্ষুব্ধ হয়ে পরীক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।




রাইজিংবিডি/কুড়িগ্রাম/১০ ফেব্রুয়ারি ২০১৮/বাদশাহ্ সৈকত/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়