ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিএনপির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাক্তন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি নামক দলটির প্রয়োজনীয়তা বাংলাদেশের রাজনীতি থেকে ফুরিয়ে গেছে। বাংলাদেশে আর কোনোদিন হত্যা, ক্যুর রাজনীতির সুযোগ নেই। সেই কারণে বিএনপিরও আর কোনো প্রয়োজন নেই।’

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে তারেক জিয়ার নির্দেশে বিএনপি কর্তৃক হামলা, ভাঙচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জিয়া পরিবারের ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছিল। সেখান থেকে তারেক রহমান গত নয় বছর ধরে লন্ডনে বসে শত কোটি টাকা ব্যয় করে পরিবার নিয়ে জীবনযাপন করে। তারেক রহমানের মানি লন্ডারিং মামলায় সাত বছর সাজা হয়েছিল। সেই তারেক রহমান লন্ডনে বাংলাদেশের দূতাবাসের ওপর তার দস্যুবাহিনী দিয়ে হামলা করেছে।’

 



এজন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই প্রমাণিত দুর্নীতিবাজ যার দ্বারা লন্ডনের দূতাবাসে হামলা হয়েছে, যার নেতৃত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, সেই তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে দিন। এটা আজ বাংলাদেশের জনগণের দাবি।’

আইনের ঊর্ধ্বে কেউ নয় সেটা আজ খালেদা জিয়া এবং তারেক রহমানের দু্র্নীতির মামলায় রায়ে প্রমাণিত হয়েছে, দাবি করে তিনি বলেন, ‘আপনারা আন্দোলন করছেন। আপনাদের আন্দোলনের দৌড় কত দূর আমাদের জানা আছে। বিএনপি নামক দলটির প্রয়োজনীয়তা বাংলাদেশের রাজনীতি থেকে ফুরিয়ে গেছে। কারণ বাংলাদেশে আর কোনোদিন হত্যা, ক্যুর রাজনীতির সুযোগ নেই। সেই কারণে বিএনপিরও আর কোনো প্রয়োজন নেই। এরা একাত্তরের ঘাতকদের আশ্রয়দাতার দল। সেই কারণে এই দলটির প্রয়োজনীয়তা এই দেশ থেকে ফুরিয়ে গেছে। জনগণ এদের ঘৃণাভরে প্রত্যাখান করেছে।’

মহিলা আওয়ামী লীগেরর সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম সভা পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা আওয়ামী লীগের শিরীন নঈম পুনম, শিরীন রুখসানা, সুলতানা রাজিয়া পান্না, রোজিনা নাসরিন প্রমুখ। এ ছাড়াও মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল নেতৃবৃন্দসহ থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/নৃপেন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়