ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ রয়েছে। 

শুক্রবার রাত ১১টার দিকে নৌকা ডুবে যায়। রাতে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক জানান, রাতে ১৪ জন যাত্রী নিয়ে ডেমরা ঘাট থেকে একটি নৌকা রূপগঞ্জের দক্ষিণ রূপসী ঘাটে যাচ্ছিল। নৌকাটি মাঝ নদী অতিক্রম করার সময় মালবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পানিতে তলিয়ে যায়। নয়জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পাঁচজনের খোঁজ মেলেনি। নিখোঁজ পাঁচজনই পুরুষ যাত্রী।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকার আজিজুল খানের ছেলে ব্যবসায়ী লতিফ খান, পূর্ব ধোলাইপাড় এলাকার রবিউল আউয়ালের ছেলে দর্জি শরীফ আহমেদ, ধোলাইপাড় এলাকায় নাসিরউদ্দিনের ছেলে ব্যবসায়ী তুষার আহমেদ, ধোলাইপাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে ব্যবসায়ী মো. বাবু মিয়া ও রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার মাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে কাস্টমস্ কর্মকর্তা জসিম।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নৌকা ডুবির খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।   

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৪ মার্চ ২০১৮/হাসান উল রাকিব/বকুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়