ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুই মামলায় শিমুল বিশ্বাসের হাইকোর্টে জামিন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই মামলায় শিমুল বিশ্বাসের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা ও পল্টন থানার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। তিনি জানান, ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

মামলা সম্পর্কে তিনি বলেন, ২০১৫ সালে পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা দুইটি করে। তার বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।  

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় হওয়ার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়