ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশের গুলিতে আহত ডাকাত সদস্যের মৃত্যু

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের গুলিতে আহত ডাকাত সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে ডাকাতিকালে পুলিশের গুলিতে আহত ডাকাত সদস্য তোতা মণ্ডল (৪৫) মারা গেছেন। সোমবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

নিহত ডাকাত সদস্য তোতা মণ্ডল রাজবাড়ির পাংশা উপজেলার চর বিকরা গ্রামের খবির উল্লাহর ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রিজের কাছে গাছ ফেলে এসএ পরিবহনসহ বিভিন্ন ট্রাক ও বাসে ডাকাতি করছিল ৭/৮ জনের একটি ডাকাত দল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে রেললাইন ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতেরা। এ সময় ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সদস্য তোতা মণ্ডল গুলিবিদ্ধ হয়ে আহত হন। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সদস্য তোতা মণ্ডল মারা যান। ডাকাতদের ছোঁড়া পাথরের আঘাতে আহত পুলিশ কনস্টেবল আজিজুল ইসলামকে ফরিদপুরে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরো দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, দুটি ছোরা এবং একটি গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে।



রাইজিংবিডি/গোপাগঞ্জ/৫ জুন ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়