ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইজিপি-ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিনিধিদল সাক্ষাৎ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইজিপি-ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিনিধিদল সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জিম্বাবুয়ে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিনিধিদল।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ড. জাবেদ পাটোয়ারীর সঙ্গে প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে নেতৃত্ব দেন এয়ার কমোডর ব্রায়ান জন চিকনজো। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। পরে সদর দপ্তরের সম্মেলন কক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনের সভাপতিত্বে সভা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়।

প্রতিনিধিদলে জিম্বাবুয়ে, চীন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ২৬ জন কর্মকর্তা ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়